ইপিএফ-এ কমল সুদের পরিমাণ
প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমাল। এতদিন সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ০.১৫ শতাংশ সুদ কমাল কেন্দ্র। চলতি অর্থবর্ষ থেকে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রের। অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমেছে। তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
সুদের হার কমানো হলে কয়েক লক্ষ ভারতবাসী এই অর্থবর্ষের জন্য কম রিটার্ন পাবে। ইপিএফ-এ সুদের হার ঘোষণার সময় সেই সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ কত সুদ দেওয়া হচ্ছে সেটাও দেখা হয়। বর্তমানে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। সাধারণত, প্রতি বছর জানুয়ারি মাসের শেষে সুদের হার ঘোষণা করে এপিএফও।
২০১৮-১৯ অর্থ বর্ষে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার পর ইপিএফ তহবিলে মাত্র ১৫১ কোটি টাকা বাড়তি হয়েছে। তাই ইপিএফ-এ সুদের হার অপরিবর্তিত না রেখে কমানো হবে বলেই ধরে নিচ্ছে বিশেষজ্ঞ মহল।