রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত বেড়ে ৫৩, মৃতের সংখ্যা ৭, জানাল রাজ্য

April 2, 2020 | < 1 min read

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭ জন। করোনা মোকাবিলায় রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যেরা বৃহস্পতিবার নবান্ন থেকে এই পরিসংখ্যান জানিয়েছেন।

এর আগে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, রাজ্যে করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে ৩টি। এ দিন ওই বিশেষজ্ঞ কমিটি জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গিয়েছেন। তারা আরও জানিয়েছে, নতুন করে ১৩৩ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা দাঁড়িয়ে হয়েছে ৭৩৮। তার মধ্যে ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, এ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মারা গিয়েছেন ৩ জন। রাতে স্বাস্থ্য দফতরও একই পরিসংখ্যান দেয়। এ দিন নতুন পরিসংখ্যান দিল বিশেষজ্ঞ কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #coronavirusinindia, #Corona Update

আরো দেখুন