রাজ্য বিভাগে ফিরে যান

করোনার ত্রাণে আর্থিক সহায়তা শিক্ষকদের

April 2, 2020 | < 1 min read

বিশ্বজুড়ে করোনার হাহাকার। এই মহামারীর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর মানুষ। বাকিরাও যথাসাধ্য চেষ্টা করছেন নিজেদের মতন করে সাহায্য করে এই কঠিন লড়াইটাকে একটু মসৃণ করতে।

নিজের এক মাসের বেতন করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন দিবস খাঁড়া। তিনি বাগনানের আন্টিলার পালোড়া গ্রামের বাসিন্দা, পেশায় শিক্ষক । সোমবার তিনি ব্যাঙ্কে গিয়ে তাঁর এক মাসের বেতন জমা করেন।

বাঙালপুর ইউসি হাই অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।’ করোনা ত্রাণে সরকারের পাশে দাঁড়ালেন বাগনান কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। তাঁরা এক লক্ষ ১১ হাজার ২০০ টাকা দান করেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। কলেজের অধ্যক্ষ বাদলকুমার মাইতি বলেন, ‘শিক্ষকদের প্রায় সকলেই ও অশিক্ষক কর্মীদের সকলে মিলে আমরা লক্ষাধিক টাকা দান করেছি।’

করোনা ত্রাণে সরকারের পাশে দাঁড়ালেন বাগনান কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। তারা এক লক্ষ ১১ হাজার ২০০ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#corona crisis, #Teacher, #corona funds

আরো দেখুন