‘উই শ্যাল ওভারকাম’ গাইল কলকাতা পুলিশ, মুগ্ধ সাধারণ মানুষ
করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। সমস্ত মানুষ গৃহবন্দী। উল্টোদিকে তাদের সুরক্ষা নিশ্চিত করতেই রাস্তায় পুলিশ। দেশ তথা বিশ্বজুড়ে মানুষের এই পরিস্থিতিকে একটু সহজ করতে আর মানসিক চাপকে একটু কমাতে অবিরত চেষ্টা করে যাচ্ছেন তারা। এই ছবি বার বার আমাদের সামনে এসেছে।
তার সাথেই তাল রেখে বুধবার ‘উই শ্যাল ওভারকাম’ গাইতে দেখা গেল কলকাতা পুলিশকে। এন্টালি থানা লাগোয়া একটি বহুতলের সামনে ওসি দেবাশীষ দত্তের নেতৃত্বে এলাকাবাসীর মনে জোড় বাড়াতে গান গাইলেন এন্টালি থানার পুলিশরা। মাইক হাতে গান গাইলেন সাব-ইন্সপেক্টর, আর তাঁকে সঙ্গ দিল এলাকার মানুষ।
দেখুন ভিডিও:
এর আগে কখনো হিন্দি বা কখনো আঞ্চলিক ভাষায় গান গেয়ে গৃহবন্দী মানুষের মনোরঞ্জন করতে দেখা যায় মুম্বাই ও পুণে পুলিশকে। আবার ইতালী-জার্মানি-স্পেনে নাগরিকদের সাথে গানে সুর মেলাতে দেখা যায় স্থানীয় পুলিশদের। কলকাতা পুলিশের এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।