দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনার আতঙ্কে টাকা ধুয়ে নিচ্ছে বার্নিয়া

April 3, 2020 | < 1 min read

তেহট্টের বার্নিয়া গ্রামে আতঙ্ক বাড়ছে, কারণ, এই গ্রামেই ৫ জনের করোনা ধরা পড়েছে। তাই সতর্কতা এখন তুঙ্গে। কেউ টাকা ধুয়ে নিচ্ছেন, কেউ বা আবার জীবাণুনাশক দিয়ে ধুচ্ছেন। মুদি দোকানিরা ক্রেতাদের দেওয়া টাকা একটি পাত্রে কীটনাশক মিশ্রণে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে ঘরে তুলেছেন। 

ছবি সৌজন্যেঃ- ekhansangbad

তেহট্ট থানার বেতাই কাঠমিল এলাকার এক মুদি দোকানের মালিক জানান, টাকা সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়, বলেই মনে হচ্ছে। পকেটে রাখা টাকা পয়সা বিভিন্ন হাতে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা নিয়েই চিন্তা এলাকাবাসীর। 

আর এক ক্রেতা বলেন, ‘বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যবসায়ীরা যা ঠিকই করেছেন, আমাদের সকলেরই এই পন্থা মেনে চলা উচিত। কারণ কোন ভাইরাস ঘটিত ব্যক্তির কাছ থেকে টাকাটা হাত দিয়ে নেওয়া হচ্ছে, আবার সেই হাত মুখে দেওয়া হচ্ছে। টাকা থেকেও সংক্রমণের আশঙ্কা থেকেই যায়, তাই সতর্ক থাকাই ভালো। 

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaAlert, #CoronavirusPandemic, #dettol antiseptic liquid, #Money

আরো দেখুন