‘হটস্পট’ বাছাই করে করোনা-প্রস্তুতি বাড়াচ্ছে বঙ্গ
গত এক মাসে রাজ্যে ২৫ হাজার বিদেশি নাগরিক এসেছেন। এ ছাড়াও ভিন্ রাজ্য থেকে বিভিন্ন জেলায় এসেছেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক।দিল্লির নিজামুদ্দিন ফেরত প্রায় ৩০০ জন প্রতিনিধিও গ্রামীণ এলাকায় ছড়িয়ে গিয়েছেন। আগামী দু’সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণ এঁদের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে নবান্ন।
সেই কারণে বিদেশি, ভিন্ রাজ্যের শ্রমিক ও নিজামুদ্দিন ফেরতদের গতিবিধি নিয়ে এ বার রাজ্যের মধ্যে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজ শুরু করল রাজ্য। আগামী দু’তিন দিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে শনিবার নবান্নে জানান মুখ্যসচিব রাজীব সিংহ।
কেন এই সিদ্ধান্ত?
মুখ্যসচিব জানান, এখনও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজ সেই জন্যেই শুরু হয়েছে। কারণ, অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, বিদেশি নাগরিক, ভিন্ রাজ্য থেকে ফেরা ব্যক্তি, বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের মাধ্যমেই রোগ বেশি ছড়াচ্ছে। তাই ভৌগোলিক ভাবে যেখানেই এই শ্রেণির মানুষ বেশি রয়েছেন, সেখানে সংক্রমণ বেশি ছড়াতে পারে।
মুখ্যসচিব জানান, এক বার কোনও ব্যক্তির করোনা পজ়িটিভ রিপোর্ট এলেই ট্র্যাকিং হচ্ছে। কেউ পজ়িটিভ হওয়া মাত্র তাঁকে কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘‘সরকার সংক্রমণ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সংক্রমণ হবেই না, এমন কথা বলা যায় না। সেই কারণে পরিকাঠামোর দিক দিয়ে প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। যাতে কোনও ভাবেই সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে না যায়।’’