প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অকাল দীপাবলি দেশজুড়ে
গত শুক্রবার ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে ৫ই এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে দরজায় প্রদীপ জ্বালাতে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার কথায়, ১৩০ কোটি দেশবাসীর সম্মিলিত এই আলোকশিখা করোনার অন্ধকার দূর করবে।
আজ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঠিক রাত ৯টায় দেশের বিভিন্ন প্রান্তে মানুষ জ্বালালেন মোমবাতি, প্রদীপ। অনেকে মোবাইল এর ফ্ল্যাশলাইটও জ্বালিয়ে অংশ নেন এই উদ্যোগে।
রইল তারই কিছু ঝলক:
অবশ্য প্রধানমন্ত্রীর এই আহ্বানকেও তাড়া করেছে বিতর্ক। এত অল্প সময়ে হঠাৎ বিদ্যুৎ চাহিদা কমে গিয়ে আবার বাড়লে পাওয়ার গ্রিডের সমস্যা হতে পারে, মনে করছিলেন বিশেষজ্ঞরা।
এছাড়াও, গতবার প্রধানমন্ত্রী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতে সাধারণ মানুষকে থালা বাজানোর আহ্বান জানালে লোকে যে ভাবে লকডাউন অমান্য করে রাস্তায় মিছিল করেছিলেন, তাতেও আশঙ্কা রয়েই গেছিল।
অনেকেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে মস্করা করতেও ছাড়েননি
অবশ্য অনেকেই আজ উত্তেজনার স্রোতে ভেসে গিয়ে বাজিও পুড়িয়েছেন। এতে বিরক্তি প্রকাশ করেছেন বহু মানুষ
শুধু তাই নয়, কিছু মানুষের অতি উৎসাহের কারণে বিপর্যয়ও ঘটল আজ