← বিবিধ বিভাগে ফিরে যান
চিকিৎসা সরঞ্জাম কিনতে স্ট্যাচু অব ইউনিটি বিক্রির বিজ্ঞাপন ওএলএক্সে
“এমার্জেন্সি! হাসপাতাল এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সরঞ্জামের জন্য জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজনে স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি আছে।” এভাবেই স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি করতে চেয়ে কেউ একজন ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছেন। শুধুমাত্র তাই নয় বেঁধে দেওয়া হয়েছে দামও-৩০ হাজার কোটি টাকা।
মজার ছলে দেওয়া এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।যদিও ওএলএক্সের ওয়েবসাইট থেকে পরে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানার্থে ও স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০১৮ সালের নভেম্বর মাসে বিশ্বের সর্বোচ্চ এই স্ট্যাচুর উদ্বোধন হয়। খরচ হয় ২৯৮৯ কোটি টাকা। গুজরাটের নর্মদা নদীর তীরে এই মূর্তিটি বর্তমানে ট্যুরিস্টদের আকর্ষনের কেন্দ্রবিন্দু।