শব্দবাজি ফাটানোর দায়ে শহরে ধৃত ৯৮
রবিবার রাতে কলকাতায় শব্দবাজি ফাটানোর অভিযোগে মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে রবিবার রাত ন’টায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবেদনে সাড়া দিয়ে রবিবার রাত ৯টায় অন্ধকারে ঢেকেছে রাজভবন থেকে কলকাতার বিভিন্ন আবাসন।
তবে একইসঙ্গে এ দিন মোমবাতি, প্রদীপের চেয়ে বড় হয়ে উঠল শব্দবাজির আওয়াজ। এমন ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত। করোনা মহামারীতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে শোকের ছায়া। তখন কিছু মানুষের এমন ‘উৎসবের’ মানসিকতা নিয়ে স্বাভাবিকভাবে সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে, ‘চৈতালি দিওয়ালি’তে শহরে শব্দ দানবের দাপাদাপি বন্ধে তৎপর ছিল কলকাতা পুলিশ। অভিযোগ পাওয়ার মুহূর্তের মধ্যে পদক্ষেপ করে প্রশাসন। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর দায়ে এদিন মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।