জীবনশৈলী বিভাগে ফিরে যান

যত্ন লাগে ক্যাকটাসেরও

April 6, 2020 | 2 min read

অনেকেই বাড়িতে ফুলের গাছ রাখতে ভালোবাসেন। কিন্তু, ফুলের গাছের জন্য পর্যাপ্ত আলোহাওয়ার খুব প্রয়োজন। আজকের কর্মব্যস্ত জীবনে এবং বেশীরভাগ মানুষ ফ্ল্যাটবাসী হওয়ার কারণে বেছে নিচ্ছেন ক্যাকটাস। সাধারণ ফুলগাছের তুলনায় যত্ন একটু কম নিতে হলেও কিছু যত্ন নিতেই হয়। 

দেখে নেওয়া যাক সেরকম কিছু তথ্য

আবহাওয়া কিরকম জানুন

আপনি যে আবহাওয়ায় থাকেন, সেখানকার উপযোগী ক্যাকটাস পারফেক্ট সেটিই কিনুন৷ খুব বেশী রোদ যদি আপনার ঘরে না ঢোকে তাহলে যে ক্যাকটাস কম রোদে বাঁচে সেটি কিনুন৷ ঘরের তাপমাত্রা খুব বেশী হলে কাঁটাযুক্ত ক্যাকটাস কিনুন৷

বেশী জল না

ক্যাকটাসে খুব বেশী জল দেওয়ার প্রয়োজন হয় না৷ দরকার হলে একদিন অন্তর জল দিন৷ তবে সবটাই নির্ভর করে আবহাওয়ার ওপর৷ তাই কোনও নার্সারিতে জিজ্ঞাসা করে নিতে পারেন ক্যাকটাসে এখন কতটা জল দিতে হবে৷ তবে মাটি সম্পূর্ন না শুকোলে কখনওই ফের জল দেবেন না৷ নয়ত ফাংগাল ইনফেকশন হয়ে গাছটি মারা যেতে পারে৷

পরিপূরক মাটি এবং খাদ্য

ক্যাকটাস গাছ পোঁতার সময় মাথায় রাখুন যে এই গাছের ক্ষেত্রে এমন মাটি প্রয়োজন যা খুব দ্রুত শুকিয়ে যায়৷ আপনি যে টবে এটি রোপন করেছেন সেই টবে মাটি শুকাতে না পারলে টব বদলান৷ নতুন টবে দুই ভাগ বালি এবং পুরানো মাটির এক ভাগ দিয়ে গাছটিকে ফের রোপন করুন৷ সময়ে সময়ে সার দিন৷

পোকামাকড় থেকে রোগ

ক্যাকটাস গাছে বেশী জল দিলে ধীরে ধীরে এর মূল পচে যেতে শুরু করে৷ পাতা শুকিয়ে আসে৷ সেটা ফাংগাল ইনফেকশনের জন্যই হয়৷ শেষমেশ গাছটি মরে যায়৷ পাতার ওপর মাকড়সার জালের মতো হলে ভাববেন গাছটির স্পাইডার মাইটস হয়েছে৷ এই জালের মতো ধুলো জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন৷ পোকামাকড়ের হাত থেকে গাছটিকে বাঁচানোর জন্য ভালো কীটনাশক ব্যবহার করতে হবে৷ এক্ষেত্রে ভালো কোনও মালির সাহায্য নিতে পারেন৷

আলো বেশীক্ষণ নয়

টানা ৪ ঘন্টা ক্যাকটাস গাছকে রোদে রাখতে হয়৷ একথা সত্যি৷ তবে শুধুমাত্র মরুভূমির কাঁটা যুক্ত ক্যাকটাসের ক্ষেত্রেই সেকথা প্রযোজ্য৷ অন্যান্য ক্যাকটাসের বেশী রোদে কষ্ট হয়৷ ফলে গরম পড়েছে বলে গাছটিকে বারান্দায় বের করে দেবেন না৷ তাদের শুধুমাত্র আলোর দরকার হয়৷ যেহেতু আপনি ঘরে রাখার জন্য যখন গাছটি কিনেছেন তখন সেটিকে ঘরের মধ্যেই রাখুন৷ তবে যে ঘরে গাছটি রয়েছে সেটি কখনওই সম্পূর্ন অন্ধকার করে দেবেন না৷

TwitterFacebookWhatsAppEmailShare

#indoors, #house, #lifestyle, #cactus

আরো দেখুন