করোনা মোকাবিলার জন্য গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড গঠন মমতার
করোনা মোকাবিলার জন্য গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কভিড রেসপন্স পলিসি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডঃ স্বরূপ সরকার, অভিজিত চৌধুরী, সুকুমার মুখার্জী থাকবেন এই বোর্ডে।
মুখ্যমন্ত্রী বলেন, অর্থনীতি ভেঙে পড়েছে। কোন রাজস্ব নেই, কোন আয় নেই, মানুষ খুব কষ্টে আছে। তা চাঙ্গা করতে এবং মানুষকে সাহায্য করতে এই কমিটি কাজ করবে।
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, চিন্তার কোন কারণ নেই, রোগ নিরাময়ের পথ খুঁজছে রাজ্য। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভ কেস ৬১, যার মধ্যে ৫৫ টি কেস মাত্র ৭ টি পরিবারের। সুস্থ হয়েছেন ১৩ জন। বেলেঘাটা আই ডি তে ১৭ জনের মধ্যে ১২ জন ভালো আছেন।
মৃত্যু বিতর্কে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের আই টি সেল ভুয়ো খবর ছড়াচ্ছে। এটা রাজনীতি করার সময় নয়। কাঁসর-ঘণ্টা নিয়ে রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অনেক ভুয়ো খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।