বাড়ি বসে দেখে ফেলুন এই জনপ্রিয় দেশি ওয়েব সিরিজগুলি
এখন অফুরন্ত সময় হাতে। বুঝতে পারছেন না বাড়িতে বসে বসে কি করে সময় কাটাবেন? চিন্তা কি দেখে ফেলুন বেশ কিছু দেশি ওয়েব সিরিজ। এই কোয়ারেন্টিন টাইমকেই বানিয়ে ফেলুন কোয়ালিটি টাইম।
দেখে নিন কোন ওয়েব সিরিজগুলি ‘মাস্ট ওয়াচ’।
মেড ইন হেভেনঃ
দুই ওয়েডিং প্ল্যানারের বিয়ের ব্যবস্থাপনা করতে করতে বিভিন্ন বর-কনের জীবনে ঢুকে পড়া এবং তার অভিজ্ঞতা নিয়েই এই ওয়েব সিরিজটি। অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত এই ওয়েব সিরিজটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। গল্পটি লিখেছেন জোয়া আখতার এবং অলঙ্কারিতা শ্রীবাস্তব। অভিনয় করেছেন অর্জুন মাথুর এবং সবিতা ধুলিপলিয়া।
কোটা ফ্যাক্টরিঃ
টিভিএফ প্লে এবং ইউটিউবে সম্প্রচারিত এই ওয়েব সিরিজটির পরিচালক রাঘব সুব্বু। এটি ভারতের একমাত্র সাদা কালো ওয়েব সিরিজ। মূল বিষয় বস্তু একটি ১৬ বছরের ছেলের ছোট শহর থেকে কোটা যাওয়ার গল্প। সেখানে আইআইটির জন্যে পড়াশোনা এবং নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়া নিয়ে এই গল্প।
সেক্রেড গেমসঃ
নেটফ্লিক্সে সম্প্রচারিত বহু চর্চিত ওয়েব সিরিজ। অভিনয়ে রয়েছেন সইফ আলি খান এবং নওয়াজউদ্দীন সিদ্দিকি। গল্পটি প্লট ধর্মান্ধতা এবং তার কালো দিক। এই ওয়েব সিরিজে রোম্যান্স থেকে রোমাঞ্চ সবটাই ভরপুর। এটি আপনার বাকেট লিস্টে থাকা চাই-ই চাই। নির্দেশনায় অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতয়ানে, নিরাজ ঘাওয়ান।
মির্জাপুরঃ
স্মাগলিং এবং গুন্ডাবাজি নিয়ে খুব জনপ্রিয় একটি ওয়েব সিরিজ। অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত। মূল চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী এবং আলি ফায়জাল। নির্দেশনায় রয়েছেন করন অংশুমান এবং গুরমিত সিংহ।
দ্য ফ্যামিলি ম্যানঃ
এক মধ্যবিত্ত এবং বিশ্বমানের গোয়েন্দা। পরিবার এবং নিজের গোপন কাজের ভারসাম্য ও টানাপোড়েনের গল্প। অভিনইয়ে মনোজ বাজপেয়ী ও প্রিয়ামনি। নির্দেশনায় রাহ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এই ওয়েব সিরিজটিও এই সময় বাড়িতে বসে ঝটপট দেখে ফেলুন।