করোনা মোকাবিলায় দেশের মনোবল বাড়াতে এক নতুন প্রয়াস বলিউডের
দেশে চলছে ২১ দিন ব্যাপী লকডাউন। এই সময় বারবার সোস্যাল মিডিয়ায় বাড়ি থাকার অনুরোধ করে বার্তা দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই দৌড়ে সব থেকে এগিয়ে অভিনেতা অভিনেত্রীরা। সে কলকাতারই হোক বা মুম্বাইয়ের।
এই দীর্ঘ লকডাউনে বাড়িতে থাকতে থাকতে যাতে অবসাদ না আসে মানুষের সেই কারণে বারবার মনোরঞ্জনে উদ্যোগী হতে দেখা গেছে সমাজের এই শ্রেনীকে। কেউ কখনো শরীর চর্চা, কখনো রান্না আবার কখনো ঘরের কাজের ভিডিও বা ছবি পোস্ট করছে, তো কেউ আবার নাচ বা গান করে এই ‘বোরডাম’ কাটানোর চেষ্টা করছে। বারবারই তারা এটা বুঝিয়েছেন যে কেউ একা নয়, এই লড়াই সব শ্রেনীর, গোটা দেশের।
এবার দেশবাসীর মনোবল বাড়াতে একটি গানের ভিডিও প্রকাশ করল বলিউড সেলিব্রিটিরা। অক্ষয় কুমার, কার্ত্তিক আরিয়ান, টাইগার শ্রফ, আনান্যা পান্ডে, বিকি কৌশল বাদ যাননি কেউই। রয়েছেন শিখর ধাওয়ানও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে সবাই নিজের নিজের অংশটি নিজের বাড়ি থেকে শুট করেছেন। ‘যো সাথ দে সারা ইন্ডিয়া, ফির মুস্কুরায়েগা ইন্ডিয়া, ফির জিত যায়েগা ইন্ডিয়া’ এই গানটি গেয়েছেন বিশাল মিশ্র।
বাড়ি বসেই শুনে নিন গানটি