৪০ কোটি ভারতীয়র শরীরে ঢুকবে করোনাভাইরাস? জানুন সত্য
দিন কয়েক আগে বেশ কিছু সংবাদমাধ্যমে (এই সময় এবং Times of India বাদে) খবর হয়েছিল যে, ভারতে বিরাট প্রভাব ফেলবে করোনাভাইরাস। দাবি করা হচ্ছিল, ৪০ কোটি ভারতীয়ের শরীরে ঢুকবে এই ভাইরাস।
কিন্তু কোথা থেকে এই তথ্য দিচ্ছিল সংবাদমাধ্যমগুলি। Centre for Disease Dynamics, Economics & Policy (CDDEP)- Johns Hopkins-এর একটি রিপোর্টকেই উদ্ধৃত করে খবরটি প্রকাশ করে বেশ কিছু পোর্টাল।
আর বিশ্ববিদ্যালয়ের এই ট্যুইটের পরই একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত খবরটি তুলে নেয়।
পরবর্তীতে আর একটি ট্যুইটে John Hopkins বিশ্ববিদ্যালয়ের তরফে লেখা হয়, ‘John Hopkins Bloomberg School of Public Health-এর ফ্যাকাল্টি মেম্বাররা এবং Princeton গবেষকরা CDDEP-র রিপোর্ট মিলিয়ে নতুন এই রিপোর্টটি প্রকাশ করেছে।’ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্যুইটে আরও লেখা হয়েছে, ‘রিপোর্টটি আপডেট করা হল এটা পরিষ্কার করে দিতে যে, লেখকদের তত্ত্বে দায়ও সম্পূর্ণ ভাবে তাঁদেরই। এর সঙ্গে CDDEP, Johns Hopkins বা Princeton-এর কোনও সম্পর্ক নেই।’
পুরো বিষয়টি থেকে বোঝা যাচ্ছে যে, গবেষকদের প্রকাশিত তত্ত্বের কোনও দায় নিতে চাইছে না বিশ্ববিদ্যালয়গুলি।