দেশ বিভাগে ফিরে যান

‘৩ জুন পর্যন্ত লকডাউন চলুক,’ মোদীকে আর্জি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর

April 7, 2020 | < 1 min read

করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল। সেই মেয়াদ আরও বাড়িয়ে ৩ জুন পর্যন্ত জারি রাখার আবেদন করেছেন তিনি।

সোমবার এক সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। কিন্তু জীবন চলে গেলে তা ফিরিয়ে দিতে পারব না। সম্পূর্ণ লকডাউন ছাড়া এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।’ সারা দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন কেসিআর।

যদিও পরে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ এপ্রিলের পরে আরও দু’সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধির সুপারিশ করেছেন কেসিআর। তবে করোনা মোকাবিলায় আগামী ৩ জুন পর্যন্ত লকডাউন ভারতের পক্ষে মঙ্গলজনক বলে BCG-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে শুধুমাত্র এই প্রসঙ্গটি উদ্ধৃত করেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি বলেও CMO থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Lockdown, #KCR, #Telengana

আরো দেখুন