রাজ্যে খুলছে ফুল বাজার, কিষান মান্ডি
বুধবার থেকেই রাজ্যে খুলে যাচ্ছে ফুলবাজার ৷ লকডাউনে এবার মিষ্টির দোকানের পর ছাড় দেওয়া হল ফুল বাজার, কিষাণ মান্ডি, পান চাষীদের ৷ ফুলচাষীদের ফুল নিয়ে বাজারে যাওয়ার গাড়িতেও ছাড় ৷ কাল থেকেই লোকাল মার্কেটে ফুল নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন চাষীরা ৷
মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিছুদিন আগেই মিষ্টি ব্যবসায়ীদের কথা ভেবে লকডাউনে দিনে ১২ থেকে চারটে অবধি মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছিলেন ৷ ফুলবাজারের সঙ্গে সঙ্গে কিষান মান্ডি খুলে দেওয়ারও কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷
বাড়িতে বসে বিড়ি বাঁধার ক্ষেত্রেও শ্রমিকদের ছাড় দেওয়ার কথা এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে বাড়িতে বসে বিড়ি বাঁধার কাজ করতে পারেন শ্রমিকরা ৷ তবে একসঙ্গে একজায়গায় ৭ জনের বেশি লোক যেন না থাকে ৷ বিড়ি এজেন্টরা শ্রমিকদের থেকে বিড়ি সংগ্রহ করে পৌঁছে দিতে পারবেন মার্কেটে ৷