বিনোদন বিভাগে ফিরে যান

অমিতাভ-রজনী-মামুতির সঙ্গে প্রসেনজিৎ

April 7, 2020 | < 1 min read

এক শর্ট ফিল্মে একসঙ্গে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মামুতির সঙ্গে বাংলার প্রসেনজিৎ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এটা সম্ভব হল করোনার ভয়ঙ্কর প্রভাবের জন্যই।

করোনার আবহে সোমবার এই শর্ট ফিল্ম দেখা গেল এক টিভি চ্যানেলে। নাম ‘ফ্যামিলি’।

শুধু অমিতাভ-রজনীরা নন, সিনেমায় দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া, চিরঞ্জীবি, রণবীর কাপুর, আলিয়া ভাটদেরও। ছবিতে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হল। এমন একটি মারণ রোগের সঙ্গে লড়ার জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পারিবারিক শুদ্ধতা কতখানি জরুরি সে কথাও থাকল।

অমিতাভেরই উদ্যোগে এই ছবি তৈরি। তারকারা সবাই বাড়িতে গৃহবন্দি অবস্থাতেই বার্তা দিয়েছেন। হিন্দি ছবির পাশাপাাশি তামিল, মালয়ালম, তেলুগু ও বাংলা ছবির সুপারস্টারদের ব্যবহার করা হয়েছে সর্বভারতীয় পর্যায়ে এ ছবি জনপ্রিয়তা পাবে বলে। সে কারণেই এই ছবিটি এই সময়ে আরও দরকারি হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronavirusUpdates, #Short film, #Corona Awareness, #Indian Movies

আরো দেখুন