বিবিধ বিভাগে ফিরে যান

পন্ডিত রবি শঙ্কর সৃষ্ট রাগগুলি শুনে শান্ত করুন মনকে

April 7, 2020 | < 1 min read

সেতার বাদক এবং সঙ্গীতজ্ঞ হিসেবে বিশ্বব্যপী সুপরিচিত পন্ডিত রবি শঙ্করের জন্ম হয় ১৯২০ সালের ৭ই এপ্রিল বেনারসে। আচার্য আলাউদ্দীন খান সাহেবে শিষ্য রবি শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরেন। পরবর্তীতে তিনি বহু চলচিত্রে সঙ্গীত পরিচালনা করেন। তিনি জীবনকালে দেশি-বিদেশি বহু সম্মানে ভূষিত হন।

 হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতে যাঁরা সবচেয়ে বেশি নতুন রাগ সৃষ্টি করেছেন, পণ্ডিত রবিশঙ্কর তাঁদের অন্যতম।

শুনে নেওয়া যাক পন্ডিতজির সৃষ্ট রাগ গুলি:

রাগ তিলক শ্যাম 

এটি পন্ডিত রবি শঙ্কর সৃষ্ট অন্যতম জনপ্রিয় রাগ। বিভিন্ন রাগের মিশ্রণে তৈরি রাগ তিলক শ্যাম। 

নট ভৈরব

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি একটি অপ্রচলিত রাগ। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ ভৈরব। পঞ্চমের সাথে কোমল ধৈবতের স্বর সমন্বয় ঘটে, তা ষড়্জ কোমল ঋষভের হয় না। ফলে এই রাগটির নান্দনিক অনু্ভূতিকে আলোড়িত করে না। এই দুই ধরনের স্বরসমন্বয়-এর জন্য এই রাগ খুব যত্নের সাথে পরিবেশন করা হয়।

বৈরাগী

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের পূর্বাঙ্গ ভৈরব এবং উত্তরাঙ্গ সারং-এর মতো। এই কারণে এই রাগের সাথে সারং এর কিছু মিল পাওয়া যায়। অবশ্য কোমল ঋষভ এর ব্যবহার সারং ভিন্ন ধরনের। এর প্রকৃতি শান্ত ।

মালকোষ

ভৈরবী ঠাটের উপরে মালকোষ রাগটি আধারিত। এর স্বর গুলি হল, সা, কোমল গা, শুদ্ধ মা, কোমল ধা, এবং কোমল নি। পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতে এই স্বর গুলিকে বলা হয় টনিক, মাইনর থার্ড, পারফ্যাক্ট ফোর্থ, মাইনর সিক্সথ, মাইনর সেভেন্থ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Music, #ravi shankar

আরো দেখুন