এবার মিষ্টিতে করোনা – চেখেই দেখুন না
করোনা সচেতনতায় বার্তা দিতে এবার বাজারে হাজির শেষ পাতে করোনা সন্দেশ। দোকানের শো-কেসে নানা সন্দেশের সঙ্গে সাজানো ওই মিষ্টি। দেখতে যেন ঠিক করোনাভাইরাস। অভিনব মিষ্টি পেয়ে খুশি মিষ্টি প্রিয় বাঙালি। দেদার বিকোচ্ছে এই মিষ্টি। মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই শোকেস ফাঁকা।
শুধু করোনা সন্দেশই না নয়, করোনা সন্দেশের পাশেই রাখা রয়েছে করোনা কেকও। তারই বিক্রি হার মানিয়েছে অন্যান্যদের।
কলকাতা শহরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী কর্ণধার রবীন পাল জানান, গোটা দেশে আলোড়ন ফেলে দেওয়া করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র। পুলিশ প্রশাসন তো সচেতন করতেই তার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে সর্তকতা জারি করা হচ্ছে তার সত্বেও সচেতন হচ্ছে না মানুষ। তাই
এই আতঙ্কের আবহে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে তৈরি করা হয়েছে এই বিশেষ করোনা সন্দেশ ও কেক করা হয়েছে। মিষ্টি খাইয়ে তো বটেই, এমনকি মিষ্টির প্যাকেটেও করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করা হবে বলে জানাচ্ছেন ব্যবসায়ী।
উল্লেখ্য, লকডাউন এর মাঝে মিষ্টির দোকান বন্ধ রাখায় শুধু মিষ্টি ব্যবসায়ীরাই নয়, সমস্যায় পড়েছেন দুধ ব্যবসায়ীরা। এ রাজ্যের মোট উৎপাদিত দুধের বড় অংশ মিষ্টি দোকানে যায়। এই কারণে প্রতিদিন বিপুল পরিমাণে দুধ নষ্ট হচ্ছিল। যার জেরে বিপুল লোকসানের মুখে পড়েছে রাজ্যের ডেয়ারি শিল্প। একইভাবে মিষ্টির দোকান বন্ধ থাকায় এই শিল্পের সঙ্গে যুক্ত লোকজনও সমস্যার মধ্যে পড়েছিলেন। এই পরিস্থিতিতে তৎপর হয়েই মিষ্টির দোকান গুলো চালু করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।