কলকাতা বিভাগে ফিরে যান

হোয়াটসঅ্যাপ করলেই ‘বিদেশি’ মদের হোম ডেলিভারি

April 8, 2020 | < 1 min read

লকডাউন চলছে। মদের দোকান বন্ধ। তাতে কী? হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে মদ। তা-ও আবার খাস বিলাতি মদ! কোনও পানশালা, মদের দোকান, হোটেল বা রেস্তোরাঁয় নয়— সেই মদ মজুত করা ছিল বিউটি পার্লারে। এই ভাবে বেআইনি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে মঙ্গলবার আবগারি দপ্তর গ্রেপ্তার করেছে।

আবগারি দপ্তর সূত্রের খবর, হাজরা রোডে একটি বিউটি পার্লারে হানা দিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। এ দিন সেখান থেকে ২০০ বোতলেরও বেশি মদ উদ্ধার হয়েছে। মূলত ডিউটি-ফ্রি মদ বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতেন তিনি। তার পর এজেন্টদের মাধ্যমে ওই মদ খদ্দেরদের বাড়ি বাড়ি তাঁদের চাহিদা মতো পৌঁছে দিতেন।

তবে সব মদ সত্যিই বিদেশ থেকে আনা হয়েছে নাকি দেশি ব্র্যান্ডের মদ ওই সব বোতলে ভরে ফের সিল করে দেওয়া হয়েছে, সে দিকটাও খতিয়ে দেখছে আবগারি দপ্তর। লকডাউনের আগেই ওই ব্যক্তি ওই সব মদ অনেক বেশি দামে বিক্রি করতেন। লকডাউনে সেই মদ আরও বেশি দামে তাঁর বিক্রি করার ছক ছিল, এমনটাই দাবি তদন্তকারীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#illegal liquor seller, #Kolkata

আরো দেখুন