রাজ্য বিভাগে ফিরে যান

করোনা ধর্ম দেখে না: মুখ্যমন্ত্রী

April 8, 2020 | < 1 min read

মঙ্গলবারও তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজামুদ্দিন সংস্পর্শ জড়িত এ রাজ্যের কতজন। মুখ্যমন্ত্রী জবাব দিতে চাননি। বলেন, এই ধরনের প্রশ্ন নিতেই চান না তিনি। আজ নিজে থেকেই নিজামুদ্দিন-যোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নিজাম যোগের ফলে কী পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে। একই সঙ্গে তিনি আরও একবার সতর্কবার্তা দিয়ে রাখলেন, এই বিষয়ে অযথা গুজব না ছড়াতে।

করোনা ধর্ম দেখে না: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর কথায়, “নিজামুদ্দিন যোগ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। আমরা অন্তত ১৫ দিন ওই সংসর্গে থাকা ১০৮ জন বিদেশীকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে নিয়েছিলাম। সব মিলিয়ে ২০০ এর বেশি লোককে রাজারহাট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।” মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, হজ হাউজকেও কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। তিনি এই বিষয়ে সতর্ক করে বলেন ‘হিন্দু-মুসলিম বিচার করার সময় নয় এটা’।

মুখ্যমন্ত্রী এ দিন রাজ্যে করোনা আক্রান্ত্রর সংখ্যা বিষয়ক পরিসংখ্যানও দিয়েছেন। তাঁর হিসেব অনুযায়ী,রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭১জন। সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে ৫জনের। বেলেঘাটা আইডিতে ভর্তি ১৬জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Coronavirus

আরো দেখুন