করোনা মোকাবিলায় উদ্যোগী কলকাতা বিশ্ববিদ্যালয়
করোনা মোকাবিলার এই যুদ্ধে বার বার গোটা বিশ্বেই রাজ্য সরকারের হাত শক্ত করে ধরেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যও এই দৌড়ে পিছিয়ে থাকলো না। করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলো কলকাতা বিশ্ববিদ্যালয়।
করোনা মোকাবিলায় কলকাতা বিশ্ববিদ্যালয় যে পদক্ষেপগুলি গ্রহন করেছে সেগুলি হল-
১। কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে তৈরী করা হবে স্যানিটাইজা
২। বিশ্ববিদ্যালয়ের জুট এবং ফাইবার টেকনোলজি বিভাগ মাস্ক তৈরীর উদ্যোগ নিয়েছে।
দুই ক্ষেত্রেই রাজ্যসরকারের সাথে পরামর্শ করেই ব্যবহার ও বিলি হবে দ্রব্যগুলি।
৩। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি এবং অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগ লকডাউনের কারনে হওয়া অবসাদে ছাত্রদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করবে।
এই সব উদ্যোগের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় স্টেট এমারজেন্সি ফান্ডে অর্থ সাহায্যও করেছে। এছাড়াও অর্থ সাহায্য করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্ররা।