দেশ বিভাগে ফিরে যান

করোনার পরীক্ষা বিনামূল্যে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

April 9, 2020 | < 1 min read

দেশের সর্বত্র করোনা ভাইরাসের পরীক্ষা করতে হবে বিনামূল্যে, বুধবার অন্তবর্তী রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সরকারি ও বেসরকারি সব ধরনের ল্যাবরেটরিতেই এই পরীক্ষা করাতে পারবেন আমজনতা, একটি টাকাও খরচ না করে, নজিরবিহীন রায়ে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাট৷

শীর্ষ আদালতের নির্দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিএমআর অথবা সরকারি মান্যতা প্রাপ্ত (এনএবিএল) ল্যাবরেটরিতেই শুধুমাত্র করা যাবে এই পরীক্ষা৷ এই মর্মে শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে হবে, বুধবার জনস্বার্থ মামলার শুনানির পরে রায়ে জানিয়েছে শীর্ষ আদালত৷ 

এর পাশাপাশি করোনা যুদ্ধে লড়াই করা চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ পর্যাপ্ত পিপিই না থাকা নিয়েও বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত৷ ‘মনে রাখবেন করোনার বিরুদ্ধে লড়াইতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরাই আসল যোদ্ধা৷ এদের রক্ষা করতেই হবে৷’ কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছে সুপ্রিম কোর্ট৷

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #free treatment, #Coronavirus

আরো দেখুন