রাজ্য বিভাগে ফিরে যান

করোনা মোকাবিলায় ডেটা এনালিসিস সেল গঠন রাজ্যের

April 9, 2020 | < 1 min read

করোনা মোকাবিলায় আরেক ধাপ এগিয়ে এবার ডেটা এনালিসিস সেল গঠন করল রাজ্য সরকার। অবিলম্বে কাজ শুরু করবে এই সেলটি। এই ডেটা এনালিসিস সেল জেলায় জেলায় তথ্য সংগ্রহ করে বিভিন্ন এনালিটিক্স টুলের সাহায্যে সেগুলি পরীক্ষা করবে। এর দ্বারা উপনীত কোনও ট্রেন্ড বা প্যাটার্ন লক্ষ্য করা গেলে সেই অনুযায়ী ভবিষ্যতে করোনা মোকাবিলার জন্য পন্থা অবলম্বন করবে রাজ্য সরকার।

ডেপুটি ডিরেক্টর অব হেল্থ সার্ভিসেস, ডঃ অসিত বিশ্বাস এই সেলের কনভেনার হিসেবে কাজ করবেন। অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর সুজয় ঘোষ, প্রফেসর বিমল কান্তি রায়, প্রফেসর তমাল কান্তি ঘোষ, প্রফেসর দীপ্তকান্তি মুখোপাধ্যায়, ডঃ প্রমিত ঘোষ, শ্রী টবি কর, শ্রী প্রদীপ্ত চৌধুরী, শ্রী জগদীশ কুন্ডু।

বিভিন্ন তথ্যের সাহায্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা, পড়লেও কি তার প্যাটার্ন, কোন অঞ্চলগুলি হটস্পটগুলি ইত্যাদি নির্ধারণ করবে এই সেল। কোথায় কোথায় রেন্ডম টেস্টিং দরকার, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এবং এই সংক্রমণ রুখতে অগ্রিম কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটিও নির্ধারণ করবে এই সেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Data analysis cell, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন