দেশ বিভাগে ফিরে যান

লক ডাউনে স্বস্তি মিলল করদাতাদের – ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রিটার্নের নির্দেশ কেন্দ্রের

April 9, 2020 | < 1 min read

দেশজুড়ে চলতে থাকা লক ডাউনের মধ্যে কিছুটা স্বস্তি মিলল দেশের করদাতাদের। তাঁদের স্বস্তি দিতে এদিন নয়া ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও করদাতারা এখনও বকেয়া হাতে পাননি। বুধবার আয়কর দফতর জানাল, ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। সংগৃহীত চিত্র

আয়কর দফতরের আশা, এর ফলে দেশের কমপক্ষে ১৪ লক্ষ করদাতা উপকৃত হবেন। তবে শুধুমাত্র আয়করদাতারাই নয়, জিএসটি ও কাস্টমের ক্ষেত্রেও রিফান্ডের টাকা শীঘ্রই পাওয়া যাবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে অর্থমন্ত্রক। ফলে আরও প্রায় ১ লাখ ব্যবসায়ী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কোটি টাকা রিফান্ড করতে হবে অর্থমন্ত্রককে।

করোনা মোকাবিলায় চলতে থাকা লকডাউনের ফলে শিল্পক্ষেত্রে উৎপাদন বন্ধ। বন্ধ বিকিকিনিও। ব্যবসায়ী থেকে আমজনতা সকলের হাতেই নগদ অর্থের টান রয়েছে। তাঁদের হাতে নগদের জোগান বাড়াতেই কেন্দ্র এমন সিদ্ধান্ত নিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, আগে কর জমা দেওয়ার পর চেকের মাধ্যমে রিফান্ডে অর্থ দেওয়া হত। তবে এখন তা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু তাতেও সময় লাগে অনেকটাই। সঙ্কটের সময় মানুষের হাতে অর্থের জোগান দিতে দ্রুত এই রিফান্ড করতে চাইছে কেন্দ্র সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Narendra Modi, #Coronavirus, #Income tax

আরো দেখুন