রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্তের খোঁজ দেবে ‘সন্ধান’ অ্যাপ, বিশেষ উদ্যোগ রাজ্যের

April 9, 2020 | < 1 min read

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২ করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩। মারণ ভাইরাসে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠেক জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় এখনও পর্যন্ত ৮৩ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলছে ৮০ করোনা আক্রান্তের। রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে বলে আবারও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার করোনা মোকাবিলায় আরও ১১ লক্ষ পিপিই-এর বরাত দিয়েছে। এরই পাশাপাশি ৭ লক্ষ ২০ হাজার ৯৫টি মাস্কেরও বরাত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ৫১১৮ জন কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ৫৬২টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টার চালু রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ৬১টি করোনা হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন চিকিৎসক ও অ্য স্বাস্থ্যকর্মীরা।

তবে একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঠিক তেমনই গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়ে ৩ জন বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি এদিন করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত নতুন একটি অ্যাপ চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশাকর্মীদের কাজের সুবিধার্থে নয়া ওই অ্যাপ-এর নাম ‘সন্ধানে’। করোনা ভাইরাসে আক্রান্তদের সম্পর্কে আশাকর্মীদের বিস্তারিতভাবে তথ্য জানাবে বিশেষ ওই অ্যাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Awareness, #asha workers, #Sandhane App

আরো দেখুন