কলকাতা বিভাগে ফিরে যান

লকডাউনের বাজারে হোম ডেলিভারি করছে কোন কোন রেস্তোরাঁ?

April 9, 2020 | 2 min read

অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ এখন। কিন্তু তাতে কি এসে যায়? ফুড-ডেলিভারি অ্যাপের জন্য বেশ কিছু রেস্তোরাঁ খোলা। লকডাউনের বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুড ডেলিভারিকে জরুরি পরিষেবার আওতায় রাখায় অনেকের মুখেই হাসি। ঘরে বসে কিছু রেস্তোরাঁ থেকে তো খাবার পাওয়া যাবে!

খাদ্যপ্রেমীদের প্রশ্ন একটাই। আমাদের এলাকায় কোন কোন রেস্তোরাঁ খোলা থাকছে? কোথা থেকে কী খাবার আনাতে পারেন? বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু সেই রেস্তোরাঁয় সরাসরি গেলে খাবার পাবেন না। খাবার বুক করতে হবে সুইগি বা জোম্যাটোর মাধ্যমে। বিভিন্ন এলাকায় এক এক সময় এক রেস্তোরাঁ খোলা থাকে। সংখ্যাটা তাই বাড়ে, কমে। দেখে নিন এলাকা ভিত্তিক তালিকা

ঘরে বসে কিছু রেস্তোরাঁ থেকে তো খাবার পাওয়া যাবে। সংগৃহীত চিত্র

পার্ক স্ট্রিট

অবশ্যই সবচেয়ে বেশী রেস্তোরাঁ দেখায় এখানে। মাঝে মাঝে ২০৫ রেস্তোরাঁ। তার মধ্যে রয়েছে কোয়ালিটি ওয়ালস, রলিক। এ ছাড়া পাবেন বাইকার্স ক্যাফে, হান ডি বিরিয়ানি, স্ন্যাকিং, লেবানিজ জংশন, বানানা লিফ, চটর পটর, আরসালান, সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট।

গল্ফ গ্রিন

এই এলাকায় ১৮৭টি রেস্তোরাঁর হিসেব মিলে যায় দিনের এক এক সময়। রেটিং দেখে বাছা যায় ক্যলকাটা পাই, অউধ ১৫৯০, নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডার, উবুন্তু কমিউনিটি-দ্য ভেগান ক্যাফে, ফিরাঙ্গি বেক, পাঞ্জাব এক্সপ্রেস, গার্ডেন ক্যাফে, মোমো আই অ্যাম, চাউম্যান, আমিনিয়া।

শ্যামবাজার

এখানে একটা সময় দেখা গেল ১০০ রেস্তোরাঁর হিসেব। তার মধ্যে রয়েছে আপনা ধাবা, ওয়ে বল্লে বল্লে ধাবা, ভিখারাম চান্দমল, দ্য ফ্যাট ফিলার বার্গার্স, দেহাত, জিমিস কিচেন, আর্বান মসালা, স্টোরি অফ ফুড, স্টিমিং মাগ, আমেরিকান ওয়াফেল হাউজ।

যাদবপুর

দুপুরের দিকে সার্চ করে ১৭৯ রেস্তোরাঁর হিসেব মিলবে। রেটিংয়ে হোল এনচিলাডা, উবুন্তু কমিউনিটি-ভেগান কাফে, বাবুর্চি ফ্যামিলি রেস্তোরাঁ, ডেইলি বেলি, কেভেন্টার্স, মামা মিয়া, পাঞ্জাব এক্সপ্রেস, হাটারি, পরিতৃপ্তি, চাওম্যান, আউধ ১৫৯০, মোমো আই অ্যাম।

কসবা

বেহরৌজ বিরিয়ানির সঙ্গে প্যারাডাইস বিরিয়ানিও পাবেন। দ্য হোল এনচিলাডা, কেভেন্টার্স, ফিরঙ্গি বেক, জিমিস কিচেন, ক্যালকাটা পাই, হাটারি, মামা মিয়া, সিমলা বিরিয়ানি, চাউম্যান, আউধ ১৫৯০, ওয়াও মোমো, বাসকিন্স রবিন্স থাকছে। ১৩০ রেস্তোরাঁর হিসেব থাকছে মাঝে মাঝে।

উল্টোডাঙা

দিনের কোনও কোনও সময় ১১৫ রেস্তোরাঁর হিসেব পেয়ে যেতে পারেন। রয়েছে টার্মিনাল ১১, ৬ বালিগঞ্জ প্লেস সেক্টর ১, ফ্যানটাস্টিক ফুড স্টোরি, চারকোল গ্রিল, সান্তা ডেলিভার্স, লাঞ্চ বক্স, ধাবেওয়ালে, পেটুক মহারাজ, আভেন স্টোরি পিৎজা, বেকারস নেস্টের মতো রেস্তোরাঁ।

বেহালা

এখানে মোট সারা দিনে ৭৫টি রেস্তোরাঁর হিসেব পাওয়া যাচ্ছে। সংখ্যাটা কমে, বাড়ে। তার মধ্যে থেকে বেছে নিন নিজের পছন্দমতো। গুপ্তা ব্রাদার্স, মোমো আই অ্যাম, চায়না জোন, বেহরৌজ বিরিয়ানি, প্যারাডাইস বিরিয়ানি, আমিনিয়া, তিওয়ারি ব্রাদার্স, হাজি সাহেব, রমা হোটেল, চাউম্যান।

গড়িয়া

খাবারের জন্য রয়েছে হাটারি, আজাদ হিন্দ ধাবা, বাসকিন রবিনস, ওয়াও মোমো, গ্লোবাল দেসি রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন, হিন্দুস্থান সুইটস, আমিনিয়া, মছলি বাবা ফ্রাইস, দ্য গুড বোওল, রং দে বসন্তী ধাবা। এখানে এক সময় রেস্তোরাঁর সংখ্যা ৮৭ দেখাল।

সবচেয়ে বড় ব্যাপার, এই সময় রেস্তোরাঁ গুলো ডেলিভারি দেওয়ার সীমানা বাড়িয়েছে। সুবিধে আপনারই। যদি পারেন কিছু টিপসও যোগ করে দেবেন অ্যাপ থেকে। হাজার হোক এই অসময়ে আপনার জন্য খাবার তো নিয়ে আসছেন এই মানুষগুলোই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Foods, #Lockdown, #south kolkata, #home delivery

আরো দেখুন