দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রাজ্যের বিভিন্ন প্রান্তে সুরে সুরে করোনা সচেতনতার বার্তা দিল পুলিশ

April 9, 2020 | < 1 min read

লকডাউনে ঘরবন্দি সাধারণ মানুষের মধ্যে একঘেয়েমি কাটাতে রাস্তার নেমে গান গেয়ে অভিনব পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। সাদা পোশাকের দেখানোর পথ ধরেই হেঁটেছেন খাকি উর্দিধারীরাও। একই উদ্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে দিন দুই আগে সোদপুরের একটি আবাসনের নিচে সুরে সুরে করোনা সচেতনতা প্রচারের পাশাপাশি মানুষজনকে ঘরে থাকার আহ্বান মুখরিত হয়েছিল পুলিশের কণ্ঠে। 

https://www.facebook.com/watch/?ref=search&v=303585210608138

এবার একই ছবি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। তবে আরও বড় পরিসরে। হাবড়ার বিভিন্ন পাড়ায় ঘুরে পুলিশ কর্তারা গাইলেন লোকগান। আগে দেখা গিয়েছিল, হিন্দি ও বাংলা গানের প্যারোডি করে সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। কখনও জনপ্রিয় সিনেমার গান, কখনও বা অ্যালবামের গানে কথা বদলে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে সাযুজ্যপূর্ণ কথা বসিয়ে গাওয়া হচ্ছিল গান। তবে হাবড়ায় ভিন্ন স্বাদের পরিবেশনা দেখা গেল। ট্র্যাক নয়, লোক সংগীতের বাদ্যযন্ত্র অর্থাৎ ঢোল, কাঁসর নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান ধরলেন হাবড়া পুলিশ অফিসাররা। প্রচলিত কিছু লোকগীতির কথা বদলে এল করোনা সংক্রান্ত প্রাসঙ্গিক কথা। 

অন্যদিকে, সুরে সুরে জেলাবাসীদের করোনা সম্পর্কে সতর্ক করলেন মেদিনীপুর পুলিশের আধিকারিকরা। রাস্তায় আঁকা আলপনার মাধ্যমে সকলকে ঘরে থাকার আবেদন করলেন। নিয়ম মেনে চললে অদৃশ্য এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে মানুষের জয় যে নিশ্চিত, এদিন শহরের রাস্তায় দাঁড়িয়ে আরও একবার সেটাই বোঝালেন পুলিশ আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #Sing a song, #corona awarness, #Coronavirus, #police

আরো দেখুন