স্বাস্থ্য বিভাগে ফিরে যান

লকডাউনের পরেও সংক্রমণ থেকে মুক্ত থাকার উপায়

April 10, 2020 | < 1 min read

সদ্য উঠেছে দেশজুড়ে লকডাউন। এখনো সারা দেশ করোনা ভাইরাসের থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন আপনি একথা জোর দিয়ে বলা যায় না। তবে লকডাউনের পর মানুষ গৃহবন্দী দশা থেকে মুক্ত হয়ে আবার সেই আগের মত বিশ্রৃঙ্খলা শুরু করলে হয়ত আবারও ফিরে আসতে পারে এই রোগ। 

এমত অবস্থায় নিজে সম্পূর্ণ সুস্থ থাকবেন কি করে?


লকডাউন শেষ হলে সুস্থ থাকবেন কি করে। চিত্র সৌজন্যেঃ- indiatoday

১. বারবার সাবান বা, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন

২. নোটের ব্যবহার কিছুদিন কমিয়ে অনলাইন পেমেন্ট করুন ও নিন

৩. জনবহুল অঞ্চলে গেলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন

৪. কিছুদিন জনবহুল অঞ্চল এড়িয়ে চলাই সবথেকে বেশী নিরাপদ

৫. অযথা রাস্তায় ঘোরা থেকে বিরত থাকুন

আর কিছুদিন এগুলি মেনে চলতে পারলেই আশা করা যায় করোনা থেকে চিরতরে মুক্তি মিলবে দেশবাসীর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health Tips, #Coronavirus, #lock down

আরো দেখুন