প্রযুক্তি বিভাগে ফিরে যান

আপনার এলাকায় আদৌ কাজ করছে লকডাউন? হুবহু তথ্য মিলছে Google Location-এ

April 10, 2020 | < 1 min read

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়েই প্রায় লকডাউন। কিন্তু এ দেশের নানান জায়গায় লকডাউনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন মানুষজন। আর এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কী মানে এই লকডাউনের। তবে গোটা দেশের, এমনকী বিদেশেও লকডাউন আদৌ কাজ করছে কি না, তা আপনি জানতে পারেন পাড়িতে বসেই। সৌজন্যে Google Location-এর ডেটা।

গোটা দেশের, এমনকী বিদেশেও লকডাউন জানতে পারেন পাড়িতে বসেই। সংগৃহীত চিত্র

ভারত-সহ বিশ্বের আরও ১৩১টি দেশের জনবহুল স্থানগুলিতে এই লকডাউন চলাকালীন মানুষের চলাচল কতটা কমেছে, তার একটি রূপরেখা উঠে এসেছে এই Google Location ডেটার সাহায্যে। মূলত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যেই এই হিসেব কষে তা তুলে ধরা হয়েছে এই জায়ান্ট সার্চ ইঞ্জিনের তরফে।

Google-এর পরিসংখ্যান অনুযায়ী, লকডাউনের প্রভাব সবচাইতে বেশি ইতালিতে। সিনেমা হল থেকে শুরু করে রেস্তরাঁ ইত্যাদি যে জনবসতিপূর্ণ জায়গাগুলি রয়েছে সেখানে মানুষের যাতায়াত কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ এবং মুদির দোকানে ৮৫ শতাংশ, ৯০ শতাংশ পার্কে এবং কর্মক্ষেত্রে মানুষের আনাগোনা কমেছে প্রায় ৬৩ শতাংশ। বাস, ট্রেন, মেট্রোর টার্মিনাসগুলিতে মানুষের যাতায়াত কমেছে ৮৭ শতাংশ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Lockdown, #googles location

আরো দেখুন