লকডাউন তো কী? নিজের জন্মদিনে মেগা পার্টি দিলেন বিজেপি নেতা
করোনাভাইরাস প্যানডেমিকের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু সরকারি নির্দেশ তুড়ি মেরে উড়িয়ে নিজের জন্মদিনে বিশাল পার্টির আয়োজন কর্নাটকের বিজেপি বিধায়ক এম জয়রাম। শুক্রবার লকডাউন ভেঙে এই বার্থডে পার্টির আয়োজন করেন তিনি।
কর্নাটকের তুমাকুরু জেলার তুরুভেকেরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এম জয়রাম। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ হেন দায়িত্বজ্ঞানহীন আচরণে নানা প্রশ্ন উঠেছে। কয়েকশো সমর্থক ও বন্ধু-বান্ধব নিয়ে বিশাল এক চকোলেট কেক কাটেন তিনি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে সেই কেকের টুকরো সবাইকে পাস করেন জয়রাম, তাদের মধ্যে অনেক ছোট বাচ্চাও রয়েছে।
বেঙ্গালুরু থেকে ৯০ কিলোমিটার দূরে কর্নাটকের গুব্বি শহরে এই বার্থডে পার্টির আয়োজন করা হয়। কেক কাটার পর সবাইকে বিরিয়ানিও খাওয়ান বিজেপি নেতা। যেখানে বহু সাধারণ মানুষ লকডাউন মেনে বিয়ে বা অন্য অনেক অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন, সেখানে ওই নেতার জন্মদিনের পার্টিটা কি এ বছর না করলেই চলছিল না, এমন প্রশ্ন উঠেছে।