বিনোদন বিভাগে ফিরে যান

দেখে ফেলুন বাংলা সাহিত্য অবলম্বনে কিছু সিনেমা

April 11, 2020 | < 1 min read

‘কাটেনা সময় যখন আর কিছুতেই’। লকডাউনে এরকমই অবস্থা হয়েছে সবার। কি করি কি করি ভাবছেন? দেখেই ফেলতে পারেন সিনেমা। কমার্শিয়াল ছবি দেখেও ক্লান্ত? তাহলে বই পড়ে ফেলুন। বই পড়তেও ভালো লাগে না বুঝি? আচ্ছা কেমন হয় যদি উপন্যাসই চলে আসে টিভির পর্দায়? 

দেখে ফেলুন সাহিত্য অবলম্বনে তৈরি এই কালজয়ী সিনেমাগুলি। রইল তাদের ইউটিউব লিঙ্কও।

বাঞ্ছারামের বাগান

মনোজ মিত্রের কাহিনী অবলম্বনে তৈরি অসাধারন একটি সিনেমা। অভিনয়ে স্বয়ং মনোজ মিত্র এবং দীপঙ্কর দে।

কপাল কুন্ডলা

বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপাল কুন্ডলার কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমা। অভিনয়ে মহুয়া, রঞ্জিত মল্লিক।

নৌকাডুবি

রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের সিনেমা। অভিনয়ে যীশু সেনগুপ্ত, প্রসেনজিত, রিয়া সেন, রাইমা সেন।

https://www.youtube.com/watch?v=Wh-WbcZMYvI&feature=youtu.be

হেডমাস্টার

নরেন্দ্রনাথ মিত্রের কাহিনী অবলম্বনে হেডমাস্টার। অভিনয়ে ছবি বিশ্বাস।

চাঁপাডাঙার বৌ

তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমা। অভিনয়ে উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়।

কাবুলিওয়ালা

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি অসাধারণ ছবি। অভিনয়ে ছবি বিশ্বাস।

ভ্রান্তিবিলাস

শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে তৈরি এক অসাধারণ সিনেমা। অভিনয়ে উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়।

জয় বাবা ফেলুনাথঃ

সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গল্প অবলম্বনে তৈরি। ফেলুদার ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। জটায়ু সন্তোষ দত্ত এবং মগনলাল মেঘরাজ উৎপল দত্তের অভিনয় অবিস্মরণীয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Benagli films, #bengali literature

আরো দেখুন