এ বার আগুনে জ্বলছে জয়চণ্ডী পাহাড়
এক সপ্তাহ হয়নি বিধ্বংসী আগুনে পুড়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। সেই শুশুনিয়া শীতল হওয়ার আগেই, জ্বলল জয়চণ্ডী। পুরুলিয়ার রঘুনাথপুরের পাহাড় কোলের বাসিন্দারা জানান, শনিবার দুপুরে পাশের কালিপাহাড়েই আগে আগুন লেগেছিল। কালিপাহাড়ের মাথায় বিক্ষিপ্ত ভাবে শুকনো ঘাস-পাতা জ্বলছিল। সেখান থেকে আগুন ধরে নেয় পাশের জয়চণ্ডীকে।
পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই জয়চণ্ডীর আগুন তীব্র আকার নেয়। দু-ঘণ্টার চেষ্টায় আগুন একাবার নিয়ন্ত্রণেও এসেছিল। কিন্তু, তার কিছু পরেই ফের জ্বলতে থাকে জয়চণ্ডী।
গত সাত দিনের মধ্যে পুরুলিয়া ও বাঁকুড়ায় একাধিক জঙ্গলে-পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন দফতরকেও এই ঘটনা চিন্তায় ফেলেছে। গাছাগাছালি পোড়ার সঙ্গেই বাসাহারা হয়েছে পশু-পাখিরা। এই অবস্থায় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের উপরেই ভরসা করতে হচ্ছে বন দফতরকে। ঠিক হয়েছে পালা করে জঙ্গলে নজরদারি চালাবেন বন পরিচালন কমিটির সদস্যরা। এ নিয়ে প্রচারও শুরু হয়েছে।