দেশ বিভাগে ফিরে যান

লকডাউন ভাঙায় বাধা, কাটল পুলিশের হাত

April 13, 2020 | 2 min read

লকডাউন ভাঙায় বাধা দিয়েছিল পুলিশ। তার জেরে তলোয়ারের কোপে পুলিশ অফিসারের হাত কেটে দিল দুষ্কৃতীরা। রবিবার এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের পাটিয়ালায় সব্জি মান্ডিতে। হামলায় জখম হয়েছেন আরও দুই পুলিশকর্মী। যে পুলিশকর্মীর হাতে তলোয়ারের কোপ বসায় দুষ্কৃতীরা, সাড়ে সাত ঘণ্টার দীর্ঘ প্লাস্টিক সার্জারির পরে তাঁর কাটা হাত জোড়া লাগানো সম্ভব হয়েছে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ।

এ দিনের ঘটনার যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। এদিন সকালে পাটিয়ালার ওই সব্জি বাজার বন্ধ করার জন্য গিয়েছিলেন পুলিশকর্মীরা। ওই দলে ছিলেন পাঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হরজিৎ সিং। তাঁর উপর তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। 

জানা গিয়েছে, হামলাকারীদের সবাই শিখদের মধ্যে নিহং (সশস্ত্র যোদ্ধা) গোষ্ঠীর সদস্য। তাঁদের কারও কাছেই বাজার করার কার্ফু পাস ছিল না। ঘটনার ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাটিয়ালার ওই সব্জি মান্ডি গার্ডরেল দিয়ে ঘিরছিল পুলিশ। সেই সময়েই একটি গাড়ি গার্ডরেলে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশকর্মীরা যখন ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করছেন, তখন হরজিতের দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। হরজিৎ আক্রমণের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও নিজেকে রক্ষা করতে পারেননি। সরাসরি তাঁর হাতে কোপ বসায় ওই দুষ্কৃতী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরজিৎ। যন্ত্রণায় ছটফট করতে করতে হাতের ক্ষত রুমাল দিয়ে ঢাকার চেষ্টাও করেন। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

পাঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্তা ঘটনার কথা স্বীকার করে নেন। তিনি টুইট করেছেন, ‘আজ সকালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। পাটিয়ালার সব্জি মান্ডি এলাকায় এক দল নিহং কয়েক জন পুলিশ অফিসারকে জখম করে।’ পাঞ্জাব পুলিশের তরফে আরও একটি টুইটে জানা গিয়েছিল, হরজিতের কেটে দেওয়া হাত জোড়া লাগাতে চণ্ডীগড়ের ওই হাসপাতালের সেরা প্লাস্টিক সার্জনদের নিয়োগ করা হয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘ সার্জারিতে সাফল্য মেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #police, #lock down, #punjab

আরো দেখুন