রাজ্য বিভাগে ফিরে যান

মদে ৩০% বিক্রয় কর বসাল রাজ্য

April 13, 2020 | < 1 min read

হোমডেলিভারির ভিত্তিতে মদের দোকান খোলা হতে পারে এই খবর নিয়ে গত সপ্তাহে চূড়ান্ত বিভ্রান্তির মাঝে দেশি-বিলিতি সব ধরনের মদ ও বিয়ারের দামের উপর ৩০ শতাংশ হারে সেলস ট্যাক্স বা বিক্রয় কর বসাল রাজ্য সরকার। গত ৭ এপ্রিল অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ এপ্রিল থেকেই এই নতুন কর কার্যকর হয়েছে। 

এর অর্থ, লকডাউনের আগে বিবিধ ব্র্যান্ডের দেশি-বিলিতি মদ এবং বিয়ারের যা দাম ছিল, মদের দোকান খোলার পর সেগুলির দাম একলাফে ৩০ শতাংশ বাড়বে।

দেশে করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে রাজ্যগুলির জিএসটি, আবগারি, জমি-বাড়ি বিক্রির রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি এবং পেট্রল-ডিজেল বিক্রির উপর সেলস ট্যাক্স প্রভৃতি খাতে রাজস্ব আদায় তলানিতে ঠেকেছে। এই ক্ষেত্রগুলি থেকেই রাজ্যের মোট আয়ের ৮০-৯০ শতাংশ আসে।

রাজস্ব আদায় বাড়াতেই সরকারের এই পদক্ষেপ। মদ-বিয়ারের উপর এই অতিরিক্ত করের জন্য চলতি অর্থ বছরে (২০২০-২১) সরকারের প্রায় ৪,১০০ কোটি টাকা বাড়তি আয় হবে বলে আধিকারিকদের প্রাথমিক হিসাব।

গত অর্থ বছরের বাজেটে সরকারের লক্ষ্য ছিল আবগারি শুল্ক খাতে ১১,৮৭৪ কোটি টাকা আয় করা। কিন্তু, আর্থিক মন্দাভাব ও লকডাউনের কারণে রাজ্য সরকারের আবগারি শুল্ক আদায় হয়েছে ১১,২০০ কোটি টাকার মতো। মদের দোকান মালিকদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থ বছরে রাজ্যে প্রায় ১৩,৬৫০ কোটি টাকা মূল্যের মদ ও বিয়ার বিক্রি হয়েছে।

চলতি অর্থ বছরে সরকারের লক্ষ্য, আবগারি খাতে ১২,৭৩১ কোটি ৫৬ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করা। বিক্রয় কর বসানোর ফলে যা আরও ৪,১০০ কোটি টাকা বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #liquor, #sales tax

আরো দেখুন