করোনা মোকাবিলায় বিজেপির স্বঘোষিত ফুল মার্ক্সের দাবী নস্যাৎ করলো অক্সফোর্ড ইউনিভার্সিটি
গত ১০ এপ্রিল ভারতীয় জনতা পার্টি অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লাভান্তিক স্কুল অফ গভর্নমেন্টের একটি ইনফোগ্রাফিক ট্যুইট করে যেখানে দেখানো হয়েছে কিভাবে সাড়া বিশ্বজুড়ে বিভিন্ন সরকার করোনা মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। তারা দাবী করে ঐসকল পন্থা বাস্তবে রুপায়িত করতে বর্তমান ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ফুল মার্ক্স পেয়েছে।
এই ট্যুইটে আরও দাবী করা হয় যে অন্যান্য দেশগুলির তুলনায় ভারত সব খাতে সবথেকে বেশী নম্বর পেয়েছে।
আজ ব্লাভান্তিক স্কুল অফ গভর্নমেন্ট আজ সেই ট্যুইটের জবাব দিয়ে জানিয়েছে ঐ নম্বর শুধু করোনা মোকাবিলায় সরকারের কড়া নিয়ম নিয়ে দেওয়া হয়েছিল। ওটি একটি সূচক মাত্র। ঐ নম্বরকে নিয়ম প্রয়োগের সাফল্য হিসেবে বর্ণনা করা উচিৎ না। আরও বলা হয়েছে ব্যবস্থাপনার যথার্থতা নিয়ে কোনও নম্বর দেওয়া হয়নি।
প্রসঙ্গত, অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্লাভান্তিক স্কুল অফ গভর্নমেন্ট ২৫ মার্চ গভর্নমেন্ট রেস্পন্স ট্র্যাকার প্রকাশিত করে। এর পোশাকি নাম স্ট্রিঞ্জেন্সি ইন্ডেক্স। করোনা মোকাবিলায় কতটা কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি। এই ট্র্যাকারে ১১টি মাপকাঠি আছে – যেমন, স্কুল বন্ধ, পরিবহণ বন্ধ, আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ, টীকায় ব্যয়, এছাড়া আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি।
এই ইন্ডেক্স সম্পূর্ণ চিত্র তুলে ধরতে পারে না, মত অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং ব্লাভান্তিক স্কুল অফ গভর্নমেন্টের গভর্নমেন্ট রেস্পন্স ট্র্যাকার প্রকল্পের পুরোধা থমাস হেলস এর। তিনি বলেন, এই তথ্য শুধু কাজে লাগবে কি কি ব্যবস্থা নেওয়া উচিৎ তা জানতে।