কলকাতা বিভাগে ফিরে যান

‘পয়লা বৈশাখে এই প্রথম মা কালীর কাছে যাব না’, দুঃখ মমতার

April 14, 2020 | < 1 min read

প্রতি বছর নববর্ষের আগের রাতে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার লকডাউনের জেরে তাঁর সেই চিরাচরিত রেওয়াজে ছেদ পড়লো। তা নিয়ে রীতিমত আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। ওইদিন হালখাতা, মন্দিরে পুজো দিয়ে বছর শুরুর দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন বছরটা শুরু হয় কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে। নববর্ষের আগের রাতেই পুজো সেরে ফেলেন তিনি। কিন্তু এই প্রথম কালীঘাটে পুজো দিতে যাবেন না তিনিও। 

মুখ্যমন্ত্রী বলেছেন, “প্রতি বছর মা কালীর কাছে যাই। এবার আর তা হবে না। আমি মা কালীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সব ঠিক হয়ে গেলে মা কালীর কাছে যাব।” এর পরই রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, “সবাইকে বাড়িতে থাকতে বলছি। আর নিজে কী করে যাই। তাই সবাইকে বলছি, এবার সকলে বাড়ি বসেই নববর্ষ পালন করুন। বাড়িতে বসেই মনে মনে প্রার্থনা করুন। কালী পুজো, লক্ষ্মী পুজো– যাঁর যা পুজো করার বাড়ি বসেই করুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#শুভনববর্ষ, #পয়লাবৈশাখ, #ma kali, #Kalighat Temple, #Mamata Banerjee

আরো দেখুন