স্বাস্থ্য বিভাগে ফিরে যান

সেরে উঠে ফের আক্রান্তরা চিন্তা বাড়াচ্ছেন এখন

April 14, 2020 | < 1 min read

যতদিন না প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাস প্রায়ই মানুষকে ভোগাবে, এমন সতর্কবার্তাই শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রতিনিধি। ডেভিড নাবারোর কথায়, ‘যতদিন না আমরা প্রতিষেধক সকলের কাছে পৌঁছে দিতে পারছি, ততদিন এই ভাইরাস মানবসভ্যতার পিছু ছাড়বে না। ছোট ছোট জায়গায় সংক্রমণ ছড়াতে থাকবে এবং মানুষের প্রতিরোধ ভেঙে দেবে। আর তাই, দোষারোপ না করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই ভাইরাসকে প্রতিহত করাই এখন আমাদের লক্ষ্য।’

সেরে উঠে ফের আক্রান্তরা

হু যখন এ কথা বলছে, তখন চিন্তা বাড়িয়েছে দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা। হু তা নিয়ে সরাসরি কিছু না বললেও, বিশেষজ্ঞরা দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খারিজ করছেন না। অনেকেই মনে করছেন, একবার করোনা হয়েছে বলে, আর হবে না, এমনটা নয়। দক্ষিণ কোরিয়ায় এ রকম ১১৬ জনের সন্ধান মিলেছে, যাঁরা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। সোমবার নতুন করে মাত্র ২৫টি কেস সামনে এলেও, দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার বিষয়ে নিয়ে তাদের কপালে ভাঁজ পড়েছে।

একই সমস্যা দেখা দিয়েছে চিনের ক্ষেত্রেও। জিনপিংয়ের দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে লেগেছে। রবিবার ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের পজিটিভ হওয়ার খবর মিলেছে। যেখানে আগের দিন সংখ্যাটা ৯৯ ছিল। এমন অবস্থায় ভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’-এর আতঙ্ক গ্রাস করছে চিনকে। চিকিৎসকরা মূলত এর নেপথ্যে নতুন এই ভাইরাস সম্পর্কে বিজ্ঞানের অজ্ঞতাকেই দায়ী করছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #CoronaAlert, #recovery, #WHO

আরো দেখুন