দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

চিকিৎসকদের শোকজ নিয়ে তোলপাড় ঝাড়গ্রাম

April 15, 2020 | < 1 min read

বেল পাহাড়ী হাসপাতালে আলো নেভানো নিয়ে রাজ্যপালের মন্তব্যে জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু এই করোনা মোকাবিলার প্রতিকূল সময়ে ডাক্তারকে কেওন শোকজ করা হল তা নিয়ে প্রশ্ন তুললেন ঐ হাসপাতালেরই এক মেডিক্যাল অফিসার। 

গত ৫ এপ্রিল রাত্রি নটায় ঐ হাসপাতালের বিরূদ্ধে আলো নিভিয়ে শুধু টর্চ এবং মোমবাতি জ্বালানোর অভিযোগ ওঠে। তখন হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি ছিল। এই ঘটনায় ৯ জনকে শোকজ করেন ঝাড়গ্রাম জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারীক প্রকাশ মৃধা।

এক ডাক্তারের মতে মানুষদের দেখা তাদের কাজ। সিওএমএইচ-এর কোন কাজ নেই। তাই তিনি এসব করেছেন। তিনি বিরক্তি প্রকাশ করে আরো বলেন, ‘আমরা মানুষের কাছে যাচ্ছি, তারা কেমন আছে খোঁজ নিচ্ছি। উনি নিজে কিছু করছেন না। আমাদের কাজে বাঁধা দিচ্ছেন।’

চিকিৎসকদের শোকজ নিয়ে তোলপাড় ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের ডিএম আয়েশা রানি বলেন, ‘কাজে গাফিলতি হলে অবশ্যই শোকজ করা হবে। ৮ জন উত্তর দিয়েছেন, উনি দেননি। আলো নেভানোর সময় উনি হাসপাতালেই ছিলেন।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#shokoz, #Health, #JHARGRAM

আরো দেখুন