বিনোদন বিভাগে ফিরে যান

হাড় হিম করা ভুতের সিনেমায় পিছিয়ে নেই বলিউডও

April 16, 2020 | 2 min read

অনেকেই ভুতের সিনেমা বলতে বিদেশী ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু সত্যি কি ভারতে ভাল ভূতের ছবি তৈরি হয় না? আসলে বিষয়টা তা নয়। 

হলিউডের সিনেমার যে পরিমাণ বিপণন হয়, সেই তুলনায় প্রচারের আলোয় আসতে বেগ পেতে হয় আমাদের দেশের ভুতের সিনেমাগুলিকে। অথচ, গল্প বা ভয় পাওয়ানোর দিক থেকে কোনও অংশেই পিছিয়ে নেই এই সিনেমাগুলি।

দেখে নেওয়া যাক সেরকম কিছু সিনেমার তালিকা যা আপনার গৃহবন্দী দিনগুলিকে ভরিয়ে দেবে রোমাঞ্চে

রাতঃ ১৯৯২ সালে মুক্তি পায় এই ছবি। এটি মূলত একটি বাড়ির গল্প। যে বাড়ির নীচে একটি খুন করা লাশ ছিল। 

বাস্তু শাস্ত্রঃ ২০০৪ সালে মুক্তি পায় এই ছবি। এটি একটি পরিবারের নতুন এক বাড়িতে আসা ও সেই বাড়িতে ঘটে চলা নানা অলৌকিক ঘটনা নিয়ে তৈরি। 

কৌন: ঊর্মিলা মাতোন্ডকার এবং মনোজ বাজপেয়ীর অসাধারণ রসায়ন, ভৌতিক পরিবেশ ও গা ছমছমে আবহ আপনাকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। 

রাজ: দেখতে পারেন এই ছবিটিও। ২০০২-এ মুক্তি প্রাপ্ত এই ছবিটি সে সময় বেশ প্রশংসা কুড়িয়েছিল। এক সদ্য বিবাহিত দম্পতি সম্মুখীন হয় কিছু অনভিপ্রেত ঘটনার। 

ভূত: ঊর্মিলা মাতোন্ডকার অভিনীত এই ছবিটি অন্যতম সেরা হিন্দি ভৌতিক ছবি। রাম গোপাল বর্মা পরিচালিত অন্যতম সেরা হরর ছবি – এক মাইলস্টোন। 

১৩ বিঃ ২০১৪ সালের এই সিনেমাটিও এক অন্য পর্যায়ের ভয়ের গল্প। একটি নতুন বিল্ডিং যা গড়ে উঠেছে এক খুন হওয়া পরিবারের বাড়ির ওপর, সেই বাড়ির নম্বরের ফ্ল্যাটেই ঘটে চলে একের পর এক বিপদ।  

ফুঁকঃ ২০০৮ সালের এই সিনেমাটি মূলত কালো জাদু নিয়ে তৈরি। একজন তার পুরনো সহকর্মীর করা অপমানের প্রতিশোধ নিতে কিভাবে কালো জাদুর আশ্রয় নেই, তাই নিয়েই এই সিনেমা।

শাপিতঃ ২০১০ সালের এই সিনেমায় দেখা যাবে এক রাজপরিবারের করা একটি পাপকাজের জন্য কিভাবে তাদের বংশ শাপিত হয় এবং আজকের প্রজন্মে কিকরে নায়িকার ওপর থেকে সেই শাপ কাটিয়ে নায়ক শেষে তাদের ভালোবাসার পরিপূর্ণতা অর্জন করে।

পিজাঃ এটি একজন পিজা ডেলিভারি করা ব্যক্তির গল্প। যিনি প্রথমে অলৌকিকে বিশ্বাস করতেন না। কিন্তু তার প্রেমিকার চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে অলৌকিকে বিশ্বাস করেন এবং কিভাবে অলৌকিক তাঁকে গ্রাস করে, এই নিয়েই এই সিনেমাটি। ২০১৪ সালে মুক্তি পায় এই ছবি।

ক্লিকঃ ২০১০ সালের সিনেমা এটি। এই সিনেমায় একজন ফটোগ্রাফার ও তার প্রেমিকা গাড়ি চালাতে গিয়ে একটি মেয়েকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর থেকেই তাদের জীবনে শুরু হয় নানা অদ্ভুত ঘটনা।

হিন্দি ভুতের সিনেমাও যে পাল্লা দিয়ে লড়তে পারে হলিউডের সাথে, সেটা বুঝতে দেখেই ফেলুন এই সিনেমাগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#ghost movies, #Entertainment

আরো দেখুন