কলকাতা বিভাগে ফিরে যান

ভ্যাকসিন ছাড়া করোনা আটকানো যাবে না – রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

April 16, 2020 | < 1 min read

মারণ ভাইরাসে বিশ্বে ত্রাহি ত্রাহি রব। সমগ্র বিশ্বের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে এই করোনা ভাইরাসের থেকে মুক্তি মিলবে। প্রতিদিন অগুনতি মানুষের প্রাণনাশ হচ্ছে এই ভাইরাসে। সমগ্র বিশ্ব সামাজিক দূরত্ব এবং লকডাউনের উপর আস্থা রাখছে। কিন্তু এর প্রতি হয়তো বিশ্বাস হারাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ভিডিও কনফারেন্সে দাবি করেছেন, এই পরিস্থিতি স্বাভাবিক করতে পারে একমাত্র করোনাভাইরাসের ভ্যাকসিন।

তিনি স্পষ্ট বলেন, করোনাভাইরাস রুখতে গেলে এখন একমাত্র দরকার তার ভ্যাকসিন বা প্রতিষেধক। দ্রুত ভ্যাকসিন প্রয়োগ হতে শুরু করলেই গোটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসবে। এক কথায়, মানব সভ্যতা তথা পৃথিবীকে বাঁচাতে এখন শুধুমাত্র দরকার ভাইরাসের ভ্যাকসিন। আর কোন উপায় নেই।

যদিও ‘হু’ জানিয়েছিল, করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করতে কমপক্ষে ১২-১৮ মাস সময় লেগে যাবে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মত অনুযায়ী যদি এ বছরেই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয় তবে অবশ্য ভাবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #lock down, #un chief

আরো দেখুন