দেশ বিভাগে ফিরে যান

টার্গেট চার দিনে ১ লক্ষ – করোনা মোকাবিলায় টেস্ট কিট বানাচ্ছে দেশেরই দুই সংস্থা

April 16, 2020 | < 1 min read

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের কাছে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নমুনা জমা দিয়েছিল মোট তিনটি সংস্থা। সেগুলি হল নয়া দিল্লীর ভ্যানগার্ড ডায়াগনস্টিক, কেরালার এইচএলএল লাইফকেয়ার এবং গুজরাতের ভক্সতুর বায়ো লিমিটেড। তারপরই লাইসেন্সের জন্যে আবেদন করে এই সব সংস্থা।

এইচএলএল গত ১৪ এপ্রিল হরিয়ানার মানেসার প্লান্টে আরটিকে তৈরির কাজ শুরু করেছে। সংস্থার এক সিনিয়র এগজিকিউটিভ জানিয়েছেন, ১ লাখ কিট তৈরি করে সরাসরি আইসিএমআর-এর হাতেই তুলে দেওয়া হবে। তিনি এও জানিয়েছেন কিট তৈরির জন্যে প্রয়োজনীয় কিছু সামগ্রী আনানো হয়েছে আমেরিকা থেকে।

এইচএলএল এবং ভক্সতুর ইতিমধ্যে প্রোডাকশন শুরু করে দিয়েছে। ২০ এপ্রিলের মধ্যে প্রথম ব্যাচের প্রায় ১ লাখ টেস্ট কিট ডেলিভারি দেওয়ার কথা এইচএলএল-এর। অন্যদিকে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রোডাকশনের কাজ শুরু করবে ভ্যানগার্ড। বর্তমানে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ফলাফল জানতে সময় লাগে অন্তত ৫ ঘন্টা। সেখানে এই র‌্যাপিড টেস্ট কিটে মাত্র ৩০ মিনিটেই জানা যাবে নমুনা পরীক্ষার ফল।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #lock down, #kits

আরো দেখুন