রাজ্য বিভাগে ফিরে যান

লকডাউন মানছে না ব্যাঙ্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

April 17, 2020 | < 1 min read

স্থানীয় পুলিশ-প্রশাসনকে না-জানিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি একসঙ্গে বহু গ্রাহককে এসএমএস পাঠিয়ে ডাকছে এবং তাতে লকডাউন ব্যাহত হচ্ছে বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, একসঙ্গে বহু উপভোক্তাকে এসএমএস পাঠিয়ে ডাকার আগে আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যেন স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানান। সে ক্ষেত্রে ফিজিক্যাল ডিসট্যান্সিং-এর ব্যবস্থা করে দেবে স্থানীয় প্রশাসনই। এতে করোনা-সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও কমবে। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক থেকে হঠাৎ প্রচুর মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। একটা ছোট্ট এলাকায় হয়তো একসঙ্গে এক হাজার লোক লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। ব্যাঙ্ক কোনও ডিসট্যান্সিং মেনটেন করার কথাও বলছে না। যদি কোনও জায়গায় টাকা এসেছে বলে কাউকে দিতেও হয়, ব্যাঙ্ক তো আগে লোকাল পুলিশ বা বিডিও বা ডিএমের সঙ্গে কথা বলবে। সে ক্ষেত্রে ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া যাবে যাতে ডিসট্যান্সিং বজায় থাকে।’

এর আগেও এক দিন প্রায় গোটা রাজ্য থেকে এই ধরনের অভিযোগ এসেছিল জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে পশ্চিম বর্ধমান থেকে আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। আরও অনেক জাগয়া থেকে একই অভিযোগ পাচ্ছি। আমি মুখ্যসচিবকে বলছি ব্যাঙ্ক-কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাতে ঝাঁকে ঝাঁকে এসএমএস পাঠিয়ে অনেক লোককে একসঙ্গে না-ডাকা হয়। এই ভাবে লকডাউন ভেঙে দিচ্ছে। আমি অনুরোধ করছি, প্লিজ এটা না-করতে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #BANK

আরো দেখুন