ছৌ নাচে করোনা সচেতনতা
এবার ছৌ নাচেও করোনা সচেতনতা। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচে করোনাসুর বধ করে তা সোস্যাল মিডিয়ায় আপলোড করছেন শিল্পীরা। ছৌ-ই প্রথম লোক আঙ্গিক যেখানে করোনা সচেতনার প্রচার হচ্ছে।
এই মারণ ভাইরাস ঠেকাতে করোনাবধ পালা ‘জোহার মানভূম’ ইউটিউব চ্যানেলে দিয়েছে ভালিকা-যশুডি বিশ্বকর্মা ছৌ নৃত্য পার্টি। সামাজিক দূরত্বের সমস্ত নিয়ম মেনেই পরিবেশন করা হয়েছে এই পালা। ঝুমুরের আদলে বাঁধা হয়েছে গান।
ভারতমাতার চরিত্রে শিল্পী সাধন লায়া গেয়েছেন, “এই মহামারির দিনে/ জড় হস না একেই ঠিনে/ তরা লকডাউনকে মান/ নাইত যাবেক সবার প্রাণ/ এখন আল্লা হরি সকৈল পেঁদা/ সতরেই ভগবান/ যদি বাঁচবি দু’দিন সুখে/ ঢাকা লিবি নাখে মুখে/ হাতে লিবি রে সাবান/ হৈস না অসাবধান/ এই লড়াইয়ে ভাগ লিব ভাই সমান সমান/ ডাক্তার পুলিশ ম্যাতে/ ঘাম ঝরাছে দিন রাইতে/ তাদের নাই কি ঘরের টান, পথে গাইছে কত গান/ রঞ্জিত বলে এদের পালে জানাবি সম্মান।”
পালার দুই চরিত্র হল ত্রিশূলধারী ভারতমাতা ও অসুর রূপী করোনা ভাইরাস। করোনা ভাইরাস বলছে, “সমগ্র মানব জাতিকে করব সর্বনাশ। মানবজাতিকে ধ্বংস করে এই পৃথিবীকে আমি আনব হাতের মুঠোয়”। তার উত্তরে আত্ম বিশ্বাসী ভারতমাতা বলছেন, “আমার সন্তানরা ৩৩ কোটি দেবতার পুজোয় উপোস করে নিয়ম মেনে যদি চলতে পারে। তাহলে জীবন বাঁচিয়ে রাখার জন্য সচেতন কেন হবে না!”
সব শেষ করুন আর্জি, “মায়ের চোখের জল যদি মোছাতে চাও লকডাউনের সঠিক নিয়ম মেনে চল।”