রাজ্যে ভাইরাসে সংক্রমিত আরও ২৩, মোট মৃতের সংখ্যা বেড়ে ১২
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনা অব্যহত। এ রাজ্যে আরও ২৩ জন নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে সুখবর হল, এ রাজ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ জন করোনা আক্রান্ত। ফলে এখনও পর্যন্ত মোট ৬৯ জন এই মারণ ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন।
মুখ্যসচিব আরও জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্য়ে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত ১৭৮ জন। ফলে সরকারি পরিসংখ্যান অনুসারে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৯। এখনও পর্যন্ত ৪,৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, রাজ্যে হাসপাতালে কোয়ারেনটাইনে রয়েছেন ৩,৮৫৮ জন। আর হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৩৫,২০৯ জন। জ্বর, সর্দি-কাশির মতো কোনও ধরনের করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বাড়িতে না থেকে হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন করেছেন তিনি।