প্রযুক্তি বিভাগে ফিরে যান

গ্রুপ ভিডিয়ো কলে সংখ্যা বৃদ্ধির পথে হোয়াটসঅ্যাপ

April 18, 2020 | < 1 min read

লকডাউন আর করোনাভাইরাসের জোড়া ফলায় ঘরবন্দি দেশবাসী। এমতাবস্থায় দূরকে কাছে এনে দিচ্ছে ভিডিয়ো কলিং অ্যাপ প্ল্যাটফর্মগুলি। স্কাইপ, গুগল ডুও, হোয়াটসঅ্যাপ, ইমো-র মতো পুরোনোদের সরিয়ে জুম ক্লাউড মিটিংস, মাইক্রোসফট টিমস-সিসকোওয়েব এক্স-গোটুমিটিং এর মতো অধুনা ‘অখ্যাত’ প্রতিদ্বন্দ্বীর নাম ছড়িয়ে পড়েছে ঘরে-ঘরে। যাদের সাহায্যে একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে থাকা অসংখ্য মানুষকে বেঁধে ফেলা যাচ্ছে এক স্ক্রিনের গণ্ডিতে।

যে যুদ্ধে হেরে গিয়ে জমি না ছাড়তে নিজেদের প্ল্যাটফর্মের ভিডিয়ো কলিং পরিষেবায় উন্নতি আনতে চলেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং পরিষেবা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের আপডেট সম্পর্কে খবর রাখা ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফো’র তরফে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিয়ো কলিংয়ে এতদিন অংশ নিতে পারা সর্বোচ্চ গ্রাহকের সংখ্যা ৪ থেকে বাড়ানোর পথে শীঘ্রই হাঁটতে চলেছেন কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এর দু’টি বিটা ভার্সান হোয়াটসঅ্যাপ ভি২.২০.১২৮বিটা এবং ভি২.২০.১২৯বিটা সংস্করণে এই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ডব্লিউএবিটাইনফো কর্তৃপক্ষ। আইওএস ভি২.২০.৫০.২৩বিটা ভার্সানেও একই ভাবে পরীক্ষার কাজ চালানো হচ্ছে। যদিও এই নতুন বৈশিষ্ট্যে ঠিক কতজনকে ভিডিয়ো কলিংয়ে যুক্ত করা যাবে, তা নিয়ে কিছু জানায়নি ওয়েবসাইটটি। সরকারি ভাবে হোয়াটসঅ্যাপের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। বর্তমানে অ্যাপলের ফেসটাইম ভিডিয়ো কলিং বৈশিষ্ট্যে ৩২জনকে একসঙ্গে যোগ করা যেতে পারে। যেখানে ফেসবুক মেসেঞ্জারে এক প্ল্যাটফর্মে আসতে পারেন সর্বাধিক ৫০ জন। সেখানে নতুন বৈশিষ্ট্য এনে কতজনকে একসঙ্গে ভিডিয়ো কলিং-এর সুবিধা দিয়ে নতুনদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় হোয়াটসঅ্যাপ, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #technews, #Video calling

আরো দেখুন