দেশ বিভাগে ফিরে যান

শপথ গ্রহণ হয়নি, তবুও রাজ্যসভায় সদ্য নির্বাচিত সাংসদরা পাচ্ছেন বেতন

April 19, 2020 | < 1 min read

দেশব্যাপী লকডাউন হওয়ার কারণে রাজ্যসভার নবনির্বাচিত ৩৭ জন সাংসদের এখনও আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ হয়নি। তবুও তারা বেতন পাচ্ছেন।

নভেল করোনভাইরাস সংক্রমণ আটকাতে গত ২৫শে মার্চ থেকে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল। গত ১৪ই এপ্রিল লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী।

রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু লকডাউন শেষ না হওয়া অবধি ৩৭ জন নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ স্থগিত রেখেছিলেন। 

“রাজ্যসভার নবনির্বাচিত সদস্যদের লকডাউন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক শপথ গ্রহণের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে,” এক চিঠির মাধ্যমে সদ্য নির্বাচিত সদস্যদের জানান রাজ্যসভা চেয়ারম্যান।

তবে জানা গেছে যে এই নবনির্বাচিত সদস্যদের ২০২০ সালের এপ্রিল মাসের জন্য মাসিক বেতন দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের বেতন ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সংরক্ষিত অর্থ COVID-19 মোকাবিলার জন্য ব্যবহৃত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Rajya Sabha, #Parliament, #MPs

আরো দেখুন