রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু হচ্ছে বাংলা আবাস ও সড়ক যোজনা 

April 20, 2020 | < 1 min read

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ, সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বাংলা আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, ১০০ দিনের কাজের মতো নানা ধরনের প্রকল্প। মুখ্যমন্ত্রী চান, গ্রামের মানুষের হাতে দুটো পয়সা আসুক, সেই কারণেই প্রকল্পগুলি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তথ্যপ্রযুক্তি এবং পাট শিল্পে ২৫ শতাংশ করে কর্মী কাজ করতে পারবেন।

আজ থেকে শুরু হচ্ছে বাংলা আবাস ও সড়ক যোজনা

করোনা প্রটোকল মেনে আজ, সোমবার থেকে ছোট-বড় ২০০টি শিল্পপ্রতিষ্ঠান খোলার অনুমতিও দিয়েছে রাজ্য সরকার। ওই সমস্ত শিল্পপ্রতিষ্ঠান চালু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, দূরত্ব বজায় রেখে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে কম সংখ্যক শ্রমিক নিয়ে তা চালু করা যাবে। বণিক সভা ও শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সকলকে বলেছিলেন তারা যেন মুখ্য সচিবের কাছে আবেদন করেন। আবেদন করছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। সেই আবেদন খতিয়ে দেখে ইতিমধ্যে ২০০টি ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্পকে তাদের প্রতিষ্ঠান চালু করার অনুমতি দেওয়া হল। 

আরও যদি কেউ শিল্পপ্রতিষ্ঠান চালু করতে চান তাহলে এখানে আবেদন করলে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানিয়ে দেবে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla awas Yojana, #Sadak Yojana, #West Bengal, #Lockdown

আরো দেখুন