রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় সংক্রামিত আরও ৩ জন চিকিৎসক 

April 20, 2020 | 2 min read

রবিবার একই দিনে তিন চিকিৎসক আক্রান্ত হলেন, যাঁরা সকলেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানকার দুই পিজিটি ও এক ইন্টার্নের শরীরে কোভিড-১৯ ধরা পড়ায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য ভবনে। এর আগেও একাধিক চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন সন্ধিক্ষণে স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসাকর্মীদের উদ্দেশে নির্দেশ দেওয়া হল, যাতে দূর থেকে রোজ কেউ হাসপাতাল যাতায়াত না-করেন। হাসপাতালের কাছাকাছি তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে সরকারই।

পাশাপাশি, স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোনা সংক্রমণ বেড়ে চলায় এ বার রাজ্যজুড়ে র৵াপিড টেস্ট করা হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, কোন কোন এলাকায় গোষ্ঠী সংক্রমণের ঝুঁকি রয়েছে, তা বোঝার জন্যই আজ, সোমবার থেকে এই পরীক্ষা চালু হবে।

রবিবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৭৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯৮। করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার জন। এর মধ্যে কেউ মারা না-যাওয়ায় রাজ্যে মোট করোনা-মৃত্যুর সংখ্যা এ যাবৎ ১২। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে এক আমলা, সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের এক কর্তা এবং এক বেসরকারি হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অবস্থা সঙ্কটজনক। তাঁরা সকলেই ভেন্টিলেশনে রয়েছেন। বেসরকারি সূত্রের খবর, আরও চার জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

প্রায় রোজই দেখা যাচ্ছে, অজান্তে করোনা আক্রান্তের সংস্পর্শে আসার জেরে একের পর এক হাসপাতালে কোয়ারান্টিনে যেতে বাধ্য হচ্ছেন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা। এঁদের মধ্যে আক্রান্তও হচ্ছে অনেকে। শনিবার রাতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার জেরে আরও অন্তত ১২ জন চিকিৎসাকর্মীকে কোয়ারান্টিন করতে হয়েছে। কয়েক দিন আগে মেডিক্যালে এক করোনা পজিটিভ রোগিণীর সূত্রে ওই তিন চিকিৎসকের পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই রোগিণীও। 

শনিবার রাতে এমআর বাঙুর হাসপাতালের তিন জন নার্সও আক্রান্ত হয়েছেন। অজান্তে এক করোনা আক্রান্ত স্নায়ুরোগীর সংস্রবে আসায় ওই দিনই এসএসকেএমে ১৪ জন এবং এক প্রসূতির কোভিড রিপোর্ট পজিটিভ আসায় এ দিন আরজি করে অন্তত ৩৫ জন চিকিৎসাকর্মীকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। তাঁদের সিংহভাগই পিজিটি, ইন্টার্ন, নার্স ও সাপোর্ট স্টাফ। এর মধ্যে আরজি করে গাইনির এক পিজিটি-র সম্প্রতি সর্দি-জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় চিন্তিত আরজি কর কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Kolkata Medical College

আরো দেখুন