কলকাতা বিভাগে ফিরে যান

বাড়িতে কেমন আলো লাগাবেন

April 20, 2020 | 2 min read

আপনার ঘর যতো সুন্দর করে সাজানোই হোক না কেন, যদি ঘরের আলো ঠিক না থাকে তাহলে সব কিছুই মূল্যহীন৷ কারণ, দেখা যাবে না কিছুই৷ ফলে, বাড়ি তৈরীর কাজে আর্কিটেক্টরা ঠিক যতোটা গুরুত্বপূর্ণ আপনার কাছে ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ আপনার বাড়ির ‘লাইটিং কনসালট্যান্ট’৷ এ-কারণেই এই পেশার গুরুত্ব ইদানীং সময়ে বেশ বেশি৷ 

কীভাবে তৈরী করবেন আপনার বাড়ির বিভিন্ন অঞ্চলের লাইটিং স্কিম?

লাইটিং স্কিম তৈরী করতে হবে ঘর সাজানোর অনেক আগে এবং এই স্কিম তৈরীর সময়ে ঘরের কোন আসবাব কোথায় থাকবে তারও একটা ছক তৈরী করে নিতে হবে আপনাকে৷ নইলে, আপনার ‘লাইটিং কনসালট্যান্ট’ কিছুই করে উঠতে পারবেন না৷ সঙ্গে অবশ্যই বাড়ির ফ্লোর-প্ল্যানটি রাখবেন৷

ড্রইং রুম: আড্ডা ঘর বা বসার ঘরে ‘ডাউন’ লাইটিং প্রয়োজন৷ এর ফলে গোটা ঘরে সমানভাবে নরম একটা আলো ছড়িয়ে থাকবে৷ এর সঙ্গে ‘অ্যাকসেন্ট’ লাইট বা ‘স্পট’ লাইট ব্যবহার করতে হবে ঘরের মধ্যে সাজানো বস্ত্তর উপর৷ 

বেড রুম: এই ঘরে দু-ধরনের আলো প্রয়োজন৷ এক, পেরিফেরি লাইটিং অর্থাত্‍, গোটা ঘরটাকে স্পষ্টভাবে বোঝা যাবে৷ এই লাইটিং যদি ডিমার কন্ট্রোলড হয়, তাহলে সুবিধে৷ প্রয়োজনে ঔজ্জ্বল্য কমানো-বাড়ানো যেতে পারে৷ আর দ্বিতীয় ধরনের আলো হলো ‘স্পট’ লাইট৷ এই স্পট লাইট একটা নির্দিষ্ট এলাকাতেই আলো ফেলবে৷ হতে পারে ঘুমোনোর আগে গল্পের বই আপনার পড়া চাই-ই৷ যেক্ষেত্রে এই স্পট লাইটটি কাজে আসবে৷

কিচেন: রান্না করার জায়গায় লাইটিং প্ল্যান করার সময় কী-কোথায়-কখন করছেন সেই অ্যাক্টিভিটি-এরিয়াটা চিহ্নিত করে কোথায় কতোটা আলোর ঔজ্জ্বল্য লাগবে সেটা ভেবে নিয়ে এগোতে হবে৷ এমনকী টিভি দেখার জায়গাতেও আলোর ইনটেনসিটি কতোটা রাখবেন সেটা ভেবে নিতে হবে অনেক আগে থেকেই৷ 

ডাইনিং স্পেস: যে কোনও বাড়ির অন্দরমহলের লাইটিং স্কিম ডিজাইন করার সময় বাড়ির একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করে নিতে হবে৷ সেখানেই থাকবে ফোকাস অফ দ্য স্কিম৷ আপনার লাইটিং স্কিমের ফোকাল পয়েন্ট হোক ডাইনিং টেবিলের উপরে সিলিং থেকে ঝুলতে থাকা একটি পেনড্যান্ট লাইট৷ আলোর ঔজ্জ্বল্য যেন খুব কম না হয়, আবার খুব বেশিও না হয়৷ তাই এ-ক্ষেত্রেও ডিমার ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে৷

সিঁড়ি: যে-কোনও বাড়িরই আলোর ক্ষেত্রে এই এলাকাটি সব চেয়ে অবহেলিত৷ যেহেতু সিঁড়ির অ্যাঙ্গল বা ওঠা-নামার কোন কোনও বিশেষ নিয়ম মেনে তৈরী হয় না, তাই অধিকাংশ ক্ষেত্রেই সিলিং-এর স্পট লাইট গোটা সিঁড়িটাকে আলোকিত করতে পারে না৷ ফলে পাশাপাশি সিঁড়ির ল্যান্ডিং-এ ফ্লোর-লাইট লাগালে এই সমস্যার সুরাহা হতে পারে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #interior decoration

আরো দেখুন